শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

চাঁদাবাজি মামলায় মেম্বার পদপ্রার্থী জামাল গ্রেপ্তার

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:০০ এএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার

নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী জামাল হোসেন ( ৪০) কে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছেন ফতুল্লা থানা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় বক্তাবলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এই দিন সকালে তিনি নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে মেম্বার পদে মনোনয়ন সংগ্রহ করেন জানাগেছে। গ্রেপ্তার জামাল হোসেন (৪০) ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের সোনা মিয়ার ছেলে।

 

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার উপ- পরির্দশক নজরুল ইসলাম যুগের চিন্তাকে জানান, চাঁদাবাজি মামলায় সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের সোনা মিয়ার ছেলে জামাল হোসেন (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন ধারার মামলায় রয়েছে।

 

জানা গেছে, গত বৃহস্পতিবার ( ৭ অক্টোবর) রাতে হত্যার উদ্দ্যেশে জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে চাঁদার দাবিতে মারধর ও তার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে সে বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৯(১০)২১।