বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১   ১৬ শাওয়াল ১৪৪৫

৬ ইউপির চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ ও জমা

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:১৪ এএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলার ৬ ইউপির চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। রবিবার (১১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত স্ব স্ব রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন প্রার্থীরা।

 

এদিন উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুনের কাছ থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম। মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী পলিন দেওয়ান, এনায়েতনগর ইউনিয়ন পরিষদ ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী সুরাইয়া বেগম।

 


সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়ের কাছ থেকে মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন, কাশীপুর ৭নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. দোলন মুন্সি, আলীরটেক ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী দিদার হোসেন, ২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম শাহিন, ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সোবাহান, ৪নং ওয়ার্ড মেম্বার প্রার্থী রওশন আলী, ৫নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুল আজিজ, ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী রানা আহমেদ রবি, ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী ইকবাল হোসেন, বক্তাবলী ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আক্তার হোসেন, আলীরটেক ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী আলেয়া বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী তাসলিমা আক্তার।

 

সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়ের কাছ থেকে মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন, কাশীপুর ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আশরাফ উদ্দিন বাচ্চু সরদার, ৫নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. কামাল হোসেন, ৪,৫,৬নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার রাবেয়া আক্তার রিমা। প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।