শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১   ১৭ শাওয়াল ১৪৪৫

শিমরাইলমোড়ে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১৩ অক্টোবর ২০২১ বুধবার

ঢাকা - চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলমোড়ে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ কাঁচপুর থানা ও শিমরাইল ক্যাম্পের পুলিশ। বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত চলে উচ্ছেদ অভিযান। হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই (প্রশাসন) মোঃ মশিউর আলম এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। হাইওয়ে পুলিশ সদস্য ও সওজের কর্মকর্তা ও আনাসার সদস্যরা এ সময়ে উচ্ছেদ অভিযানে সহায়তা করেন। ভেকু দিয়ে মহাসড়কের পাশে ফুটপাতের বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

 

হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের টিআই মোঃ মশিউর আলম বলেন, বৃহস্পতিবার সকাল ১০ টার মধ্যে মহাসড়ক ঘেঁষে আন্ডার গ্রাউন্ডের সকল অবৈধ স্থাপনাসহ ফুটপাতের অন্যান্য সকল অবৈধ স্থাপনা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দেশনা জারী করে গতকাল বৃহস্পতিবার বিকেলে মাইকিং করা হয়েছে বলে টিআই জানান। নির্ধারিত সময়সীমার মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে বেলা ২ টা থেকে পুনরায় উচ্ছেদ অভিযান চালানো হবে এবং শিমরাইলমোড়ে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

 

টিআই মশিউর আলম বলেন, মহাসড়কের পাশে সরকারী জায়গায় কোন প্রকার অবৈধ স্থাপনা কিংবা কোন দোকানপাট বসতে দেওয়া হবেনা এবং কাউকে চাঁদাবাজি করার ও সুযোগ দেওয়া হবে না। তিনি আর ও বলেন, মহাসড়কের পাশে দোকানপাট গড়ে উঠার কারনে যানজটসৃষ্টিসহ জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। অভিযান অব্যাহত থাকবে বলে টিআই মশিউর আলম জানান।