বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১   ১৫ শাওয়াল ১৪৪৫

জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশমুখে বঙ্গবন্ধু তোরণ উদ্বোধন

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ২১ নভেম্বর ২০২১ রোববার

মডেল গ্রুপের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশমুখে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু তোরণের উদ্ধোধন করা হয়েছে। রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু তোরণের উদ্বোধন করেন। 


বঙ্গবন্ধু তোরণ প্রসঙ্গে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশমুখে বঙ্গবন্ধু তোরণের মাধ্যমে ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধুর বিভিন্ন কর্মকাণ্ড টেরাকোটার মাধ্যমে উপস্থাপিত হওয়ায় তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে আগ্রহী হবে। বঙ্গবন্ধু তোরণের সাথে যুক্ত হতে যাওয়া জামদানি ফোয়ারা, দৃষ্টিনন্দন সেতুসহ ওয়াটারবডি, অত্যাধুনিক চিলড্রেনস কর্ণারসহ নানা আকর্ষণীয় স্থাপনা নারায়ণগঞ্জ জেলার ইতিহাস, ঐতিহ্য ও ইকোট্যুরিজমের উন্নয়নে অনন্য ভূমিকা পালন করবে।


তোরণ উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার জায়েদুল আলম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ফাতেমাতুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামিম বেপারি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার ইউএনও আরিফা জহুরা, মডেল গ্রুপের মালিক মাসুদুজ্জামান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।