মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১   ১৫ শাওয়াল ১৪৪৫

সাংবাদিক লিংকনের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:০২ পিএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার

নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন এর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে শহরের চাষাঢ়া শহীদ মিনারে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। 

 

সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু’র সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুজ্জামান রতন এবং এশিয়ান টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ‘আমার সময়’এর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম আরজু, দৈনিক আমার বার্তা ও নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান কাওসার, দৈনিক নবচেতনা’র জেলা প্রতিনিধি আল আমিন, বাংলাদেশের খবর’র আব্দুল কাইউম, দেশ রুপান্তর’র সোহেল, নারায়ণগঞ্জ ইউনিয়ন এর সভাপতি এসএম ইকবাল, 

 

যুগের চিন্তা’র স্টাফ রিপোর্টার আবদুল লতিফ রানা, টেলিগ্রাম ২৪ অনলাইনের প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান, মাই টিভির নারায়ণগঞ্জ সিটি করোসপন্ডেন্ট আব্দুল্লাহ আল মামুন, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়া, তাঁতীলীগের আহবায়ক চৌধুরী এইচএম ফারুক সাহেদ, ওয়াকার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, দৈনিক ঢাকা প্রতিদিন জেলা প্রতিনিধি ও আলোর ধারা ২৪ ডটকমের প্রকাশক ও সম্পাদক আসলাম মিয়া, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সহসভাপতি ও প্রতিদিনের নারায়ণগঞ্জ’র ফটো সাংবাদিক সুলতান, দৈনিক বাংলা ৭১’র নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি শান্ত, নিউজ ২৪ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক এস এম মিঠুন সরদার, দেশ টিভি জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, 

 

সিটি প্রেস ক্লাব’র নির্বাহী সদস্য আক্তার হোসেন, ফতুল্লা প্রেস ক্লাব’র সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সিদ্ধিরগঞ্জ থানা সাংবাদিক ইউনিয়ন’র সাংগঠনিক সম্পাদক এইচএম আমজাদ হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক মহসিন আলম, দৈনিক অগ্রবাণী’র সম্পাদক স্বপন চৌধুরী, ফতুল্লা মডেল প্রেস ক্লাব’র সভাপতি আনিসুজ্জামান অনু, বিজয় টিভি’র জেলা প্রতিনিধি বদিউজ্জামান, দৈনিক বাংলাদেশের আলো’র জেলা প্রতিনিধি কামাল হোসেন, দৈনিক স্বাধীন মত সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সম্রাট আকবর, গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি সাইফুল্লাহ খালিদ মোহাম্মদ রাসেল, আলোর ধারা ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নুরুজ্জামান সাউদ, 

 

বিজনেস বাংলাদেশ’র জেলা প্রতিনিধি মাসুদ রানা, দেশ সংবাদ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ইদ্রিস হাসান পারভেজ, সংবাদ চর্চার ফটো সাংবাদিক প্রীতম মাহমুদ, যুগের চিন্তা’র বিশেষ প্রতিনিধি ফরিদ আহমেদ বাধন, ফটো সাংবাদিক মেহেদী, ডান্ডিবার্তা’র ফটো সাংবাদিক খাদিজা আক্তার ভাবনা, আমাদের অর্থনীতি’র জেলা প্রতিনিধি অপু রহমান, ৭১ বাংলাদেশ’র প্রকাশক ও সম্পাদক মো. আল আমিন ইসলাম, নগর সংবাদ সম্পাদক রিয়েল রাজা,

 

নারায়ণগঞ্জ সদর থানা তাঁতীলীগের আহবায়ক মোখলেছুর রহমান, নারায়ণগঞ্জ কথা ডটকম অনলাইন এর সম্পাদক আব্দুল রিয়েল রাজা, নারায়ণগঞ্জ কথা ডটকম অনলাইন এর প্রকাশক ও দৈনিক নগর সংবাদ পত্রিকার চিফ ফটো সাংবাদিক রাজু খন্দকার, নারায়ণগঞ্জ কথা ডটকম অনলাইন এর স্টাফ রিপোর্টার আরিফ হোসেন, নারায়ণগঞ্জ কথা ডটকম অনলাইন এর ফতুল্লা প্রতিনিধি মো. রবিন হাসান প্রমুখ। 

 

সভায় বক্তারা সাংবাদিক লিংকন এর নিঃশর্ত মুক্তির জন্য ৪৮ ঘন্টা সময় বেধে দিয়ে বলেন, অন্যথায় কঠোর কর্মসুচি নিয়ে রাজপথে থাকার জন্য সকল সাংবাদিকরা প্রস্তুত থাকবেন। এ সময় লিংকনসহ অনান্য সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যে মামলা প্রতাহার করার জোর দাবী জানানো হয়।