শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

দেশকে ভালোবাসতে হবে:আবু সুফিয়ান

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১ রোববার

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান বলেন, করোনার কারণে অনেক শিক্ষার্থী ২ বছর পড়তে পারেনি ফলে তারা অনেক কিছু মিস করেছে। আল্লাহর ইচ্ছায় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধায়নে আমরা করোনা মোকাবেলা করতে পেরেছি।

 

লেখাপড়ার যে ক্ষতি হয়েছে সেটি এখন আমাদের পুষিয়ে নিতে হবে। এই শিক্ষা দিতে হবে আমাদের অভিভাবকদের। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় বন্দর উপজেলার ৫৭নং লক্ষণখোলা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি দেশকে ভালোবাসতে হবে, বাবা মাকে ভালোবাসতে হবে। বাবা মা আমাদের জন্য অনেক চিন্তা করেন। এরপর এলাকার মুরুব্বিদের সম্মান করতে হবে।

 

এসময় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বশির আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. নূর হোসেন, বিটিভি নারায়ণগঞ্জ প্রতিনিধি আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, সমাজসেবক আয়নাল হক, শামছুল আলম শাহীন, শাহি ইফাৎ জাহান মায়া, সানিয়া আক্তার প্রমুখ।