শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১   ১৭ শাওয়াল ১৪৪৫

সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:১৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১ রোববার

এশিয়া কাপের গ্রুপ পর্বে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে পেীছে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বি গ্রুপে শ্রীলঙ্কা ও নেপালের খেলার ফলাফলের মধ্য দিয়ে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল।  

 


আজ রোববার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করেছিল শ্রীলঙ্কা। ৩২৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শেষ পর্যন্ত ২৬২ রানে অলআউট হয়ে গেছে তারা। ফলে ৬০ রানের জয়ে সেমির টিকিট নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের যুবাদের।

 


এর আগে ২৪ ডিসেম্বর নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ১৫৪ রানের বড় ব্যবধানে এবং ২৫ ডিসেম্বর কুয়েত অনূর্ধ্ব-১৯ দলকে ২২২ রানের বিশাল ব্যবধানে হারানোর মাধ্যমে নিজেদের সেমিফাইনালের টিকেট অঘোষিত ভাবে কেটেই রেখেছিলো। আর আজ শ্রীলঙ্কার জয়ের মাধ্যমে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের যুবারা সেমিফাইনাল নিশ্চিত করলো। 

 


বি গ্রুপে সব দলের দুইটি করে ম্যাচ শেষে সমান ৪ পয়েন্ট রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলবে সেমিফাইনালে।