শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

বিপিএল অষ্টম আসরের ছয় দল

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অষ্টম আসরের জন্য দল বাছাইয়ের পর্ব শেষ হয়ে গেলো। সোমবার তিন ঘন্টা ড্রাফ্ট শেষে দল বাছাই পর্ব শেষ হয়। 
সেখেঅনে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিরা। দল গোছানো শেষে তাদের দলে বাংলাদেশের পঞ্চপান্ডবের তিনজনই রয়েছে ঢাকার দলে। 
খুলনা তাদের দলে নিয়েছেন মুশফিককে আর দেশসেরা সাকিব-আল-হাসানকে ফরচুন বরিশাল দলের আইকন হিসেবে নিয়ে নিয়েছেন। 

দেখে নেওয়া যাক বিপিএলের অষ্টম আসরে অংশগ্রহন করা আটটি দল। 

ঢাকা

দেশি খেলোয়াড় : মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম চৌধুরী, নাইম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান এবং এবাদত হোসেন।
বিদেশি খেলোয়াড় :  ইসুরু উদানা, কাইস আহমেদ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ শেহজাদ, ফজলহক ফারুকি।

 

খুলনা টাইগার্স


দেশি খেলোয়াড় : মুশফিকুর রহিম, শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলি রাব্বি, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলি অনিক, নাবিল সামাদ।
বিদেশি খেলোয়াড় : থিসারা পেরেরা, নবীন উল হক, ভানুকা রাজাপাকশে, সেকুগে প্রসন্না , সিকান্দার রাজা।

 

ফরচুন বরিশাল

 

দেশি খেলোয়াড় : সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন ও ইরফান শুক্কুর।

বিদেশি খেলোয়াড় : ক্রিস গেইল, মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকা, ওবেদ ম্যাকয় , আলঝারি জোসেফ, নিরোশান ডিকভেলা।

 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

দেশি খেলোয়াড় : নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি এবং নাঈম ইসলাম।

বিদেশি খেলোয়াড় : বেনি হাওয়েল, কেন্নার লুইস, চ্যাডউইক ওয়াল্টন, রায়াদ এমরিট।

 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

দেশি খেলোয়াড় : মোস্তাফিজুর রহমান, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম,আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি ও মেহেদী হাসান।

বিদেশি খেলোয়াড় : মঈন আলি, ফাফ ডু প্লেসি, সুনিল নারিন, কুশল মেন্ডিস, ওশান থমাস।

 

সিলেট সানরাইজার্স

দেশি খেলোয়াড় : তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আলআমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলি, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন এবং শফিউল হায়াত হৃদয়।

বিদেশি খেলোয়াড় : দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা, সিরাজ আহমেদ।

এছাড়াও দল পায়নি মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেনের মতো খেলোয়াররা। যদিও যারা এখনো বিক্রি হয়নি তাদের পরবর্তীতে কেনার অপশন আছে।