শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ২০ রমজান ১৪৪৫

নগরোন্নয়নের ‘আইকন’ হচ্ছেন আইভী: লিপু

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০২:২৩ পিএম, ৯ জানুয়ারি ২০২২ রোববার

গতকাল বিকেলে নগরীর কাঁচারিগলিতে পারিবারিক জমিতে আইভীর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও শোডাউন পূর্বক অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিতাইগঞ্জ জমিদারী কাঁচারীগলি এলাকার তরুণ মেলা ক্রীড়া ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম লিপু।

গতকাল বিকেলে নগরীর কাঁচারিগলিতে পারিবারিক জমিতে আইভীর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও শোডাউন পূর্বক অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিতাইগঞ্জ জমিদারী কাঁচারীগলি এলাকার তরুণ মেলা ক্রীড়া ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম লিপু।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী উন্নয়ণের ‘আইকন’ (প্রতীক) বলে দাবী করেছেন নিতাইগঞ্জ জমিদারী কাঁচারীগলি এলাকার তরুণ মেলা ক্রীড়া ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম লিপু। গতকাল বিকেলে নগরীর কাঁচারিগলিতে পারিবারিক জমিতে আইভীর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও শোডাউন পূর্বক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এই দাবী করেন। ক্যাম্প উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, তরুণ মেলা ক্রীড়া ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের নেতৃবৃন্দ। লিপু বলেন, “বাংলাদেশে স্থানীয় সরকারের অধীনে যতজন জনপ্রতিনিধি আছেন, তারমধ্েয উন্নয়ণের ‘আইকন’ হচ্ছেন আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগরমাতা আইভী। তিনি টানা ৩ বার মেয়র নির্বাচিত হওয়ার পর নগরবাসীর উন্নয়ণে যে কাজ করেছেন তা অন্যান্য কোন সিটির মেয়র বা জনপ্রতিনিধি করতে পারেনি। আমি বিশ্বাস করি, আইভী আপার নির্বাচনী প্রতীক নৌকা হলেও প্রতীকের চেয়েও ব্যাক্তি আইভী বেশী জনপ্রিয়। তাই আগামী ১৬ জানুয়ারী দল মত নির্বিশেষে আইভী আপাকে নৌকায় ভোট দিয়ে নগরবাসী পুনরায় তাদের নগরমাতাকে নির্বাচিত করবেন।” এরপর আইভীর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন শেষে শতশত নারী পুরুষের অংশগ্রহণে নগরীর নিতাইগঞ্জ মোড় হতে বিশাল মিছিল বের হয়ে বাপ্পীচত্তর, শহীদনগর, তামাকপট্টী, সৈয়দপুর, তোলারামমোড়, মাছুয়াবাজার, ঋষিপাড়া হয়ে কাঁচারিগলিতে এসে শেষ হয়। এসময় অন্যান্যদের মধ্েয উপস্থিত ছিলেন, শহীদ নগর পঞ্চায়েত সদস্য মোঃ আমির হোসেন, শহীদ নগর ২ নং গলি মাতবর মোতাহার হোসেন খাঁন মোতা, হাজী নাজমুল হাসান,হাফেজ শাহিন, মন্টি, সুখদেব,কালাম, হাজী আনান, মিরাজ, হাসিব, মুনিব, রাসেল, আল-আমিন প্রমুখ।