শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

ফতুল্লার বিভিন্ন এলাকায় গ্যাসের জন্য হাহাকার

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় এখন তীব্র গ্যাস সংকট বিরাজ করছে। অভিযোগ পাওয়া গেছে ফতুল্লার ইসদাইর, গাবতলী, বৃহত্তর মাসদাইর স্বস্তাপুর, ও জেলখানা এলাকা সহ বিশাল এলাকায় গত দুই মাস ধরে তীব্র গ্যাস সংকট বিরাজ করছে। ফলে জ¦লছে না ভাত রান্না করার চুলা। 

 

যার ফলে ঘরে ঘরে মানুষকে রান্না করতে না পাড়ায় না খেয়ে বা মুড়ি, বিসকিট খেয়ে সময় দিন পার করছে। তবে সমস্যায় পড়েছে মধ্যবিত্ত আর গরীব শ্রেণির মানুষেরা। রান্না না হলে রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার সামর্থ্য তাদের নেই। তাই গ্যাস না থাকায় চরম দুঃসময় পাড় করছেন এই সব এলাকার সাধারণ মানুষ।

 

 এ বিষয়ে ইসদাইর এলাকার বিশিষ্ট মুরুব্বী হাফিজুল ইসলাম বলেন, আমি অসুস্থ্য। ঘরে রান্না না হলে কিনে খাবার শক্তি আমার নেই। কিন্তু গত দুই মাস ধরে এলাকায় এক ফোঁটা গ্যাসও নেই। তাই সময় মতো না খেতে পেরে একেবারে অসুস্থ্য হয়ে পরেছি। তাই এ বিষয়ে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।