শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

সরকারি দলের নেতাকর্মীরা নৌকার পক্ষে কাজ করছে না : তৈমূর

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সরকারি দলের নেতাকর্মীরা নৌকার পক্ষে কাজ করছে না বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, সরকারি দলের নেতাকর্মীদের কমিটি ভেঙে দিচ্ছে। কারণ তারা নৌকার পক্ষে কাজ করছে না।

 

বৃহস্পতিবার ১৩ জানুয়ারি সকালে নগরীর ১১ ও ১৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার প্রচারণায় নেমে তিনি এসব কথা বলেন। তৈমূর বলেন, কাউকে ধমক দিয়ে গালি দিয়ে কাজ করানো যায় না। নারায়ণগঞ্জের জনগণের কাছে ম্যাসেজটা ক্লিয়ার যে তাদের মাঝে বিরাট ফাটল। ঢাকা থেকে মেহমানরা এসেও এই ফাটল মেটাতে পারেনি। হাতি এখন জনগণের মার্কা। হাতির মাধ্যমেই পরিবর্তন আসবে।

 

তিনি আরও বলেন, জনগণ ভীত না। আমার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। আন্তর্জাতিক দূতাবাসের যারা আছেন, মানবাধিকার কর্মী যারা আছেন, সবাইকে আমি বলব নির্বাচন পর্যবেক্ষণ করতে। কেন আমাদের বাড়ি বাড়ি পুলিশ যাচ্ছে সেটাও তাদেরকে পর্যবেক্ষণ করতে বলছি। তৈমূর অভিযোগ করে বলেন, আমার নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছেই। এতে প্রমাণিত হয় প্রশাসন নগ্নভাবে সরকারি দলের প্রার্থীর পক্ষে নেমেছে।