শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

সড়কের উপর নিমার্ণ সামগ্রী যান চলাচল বিঘ্ন, ভোগান্তিতে পথচারীরা

রূপগঞ্জ প্রতিনিধি

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:০৬ পিএম, ১৩ মে ২০২২ শুক্রবার

 

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় ব্যস্ততম গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়ক দখল করে নির্মাণাধীন ভবনের সরঞ্জাম রাখা হয়েছে। এতে এশিয়ান হাইওয়ে সড়কটি সরু হয়ে যান চলাচলে বিঘ্নসহ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রশাসনের নিরবতায় প্রভাবশালীরা ব্যস্ততম এশিয়ান হাইওয়ে সড়কের অর্ধেক জায়গা ইট,বালু,

 

পাথরসহ ভবন নিমার্ণ সামগ্রী দিয়ে দখল করে রেখেছে বলে অভিযোগ উঠেছে। বাতাসে উড়ছে বালু, ভোগছে পথচারীসহ যানবাহনের চালকরা। ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। এ যেন দেখার কেউ নেই। সরেজমিনে বৃহস্পতিবার (১২ মে) এমন চিত্র দেখা যায় গোলাকান্দাইল এলাকায়। জানা গেছে, উপজেলার গোলাকান্দাইল এলাকার আল-রাফি হাসপাতালের পিছনে গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কের ফুটপাতসহ অর্ধেক সড়ক দখল করে ১৫দিন যাবৎ

 

 ইট,বালু, পাথর রেখে চলছে নিমার্ণ কাজ। রাস্তার উপর এসব নিমার্ণ সামগ্রী রাখায় পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার মাঝখান দিয়ে চলাচল করছে। যানজটে নাকাল হচ্ছে চালকসহ যাত্রীরা। ভূলতা হাইওয়ে পুলিশ ও ভূলতা ফাঁড়ির পুলিশ দেখে না দেখার ভান করছে। ব্যস্ততম সড়কের উপর নিমার্ণ সামগ্রী রেখে ভবন নির্মার্ণ করছে দেলোয়ার হোসেন খোকা, করিম, মুজিবুর। এ বিষয়ে ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের (টিআই) ফারুক বলেন, আমার আগে জানা ছিলো না। তবে বিষয়টি এখন জেনেছি। আমি শীঘ্রই আইনগত ব্যবস্থা নিচ্ছি।