সোমবার   ০৬ মে ২০২৪   বৈশাখ ২৩ ১৪৩১   ২৮ শাওয়াল ১৪৪৫

যৌতুক মামলায় স্বামীর কারাদণ্ড

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার

নারায়ণগঞ্জে যৌতুক মামলায় শাহীন শিকদার নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালত এই রায় ঘোষণা করেন।

 

দন্ডপ্রাপ্ত শাহীন শিকদার (৩২) বরিশাল জেলার কালেঙ্গা এলাকার আলতাফ সিকদারের ছেলে। তিনি পেশায় একজন চাকুরিজীবী। আদালতের স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর সাইফুল মীর বলেন, ‘২০১৪ সালের ১৩ অক্টোবর উভয় পক্ষের পারিবারিক সিদ্ধান্তে মামলার বাদীর সঙ্গে আসামি শাহীন শিকদারের ইসলামী শরীয়ত মতে বিয়ে হয়।

 

বিবাহের কিছুদিন পর শাহীন শিকদার ৩ লাখ টাকা যৌতুকের জন্য বাদীকে মানসিক ও শারীরিক নির্যাতন করতো। এর জের ধরে গত ২০১৯ সালের ৩ মার্চ বিকাল ৩টায় বাদীনিকে যৌতুকের জন্য বাঁশের ফালি দিয়ে আঘাত করে চুলের মুঠি ধরে বাসা থেকে বের করে দেয়। ফলে বাদীর ৩ মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।’


তিনি আরও বলেন, ‘সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শাহীন শিকদারকে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার ১ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে নগদ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। আদালতে আসামি অনুপস্থিত ছিলেন।’