শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

বঙ্গমাতা জাতীয় মহিলা উশু চ্যাম্পিয়নশীপ-২০২২ এর প্রস্তুতিমূলক সভা

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ১১ জুন ২০২২ শনিবার

তৃতীয় বঙ্গমাতা জাতীয় মহিলা উশু চ্যাম্পিয়ানশীপ ২০২২ এর কার্যনির্বাহী কমিটি গঠন ও প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুন) রাতে জাতীয় ফেডারেশন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। 

 

এসময় ঢাকা ৪ আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানম বলেন, নারী নেতৃত্বে আজকে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রমান আমাদের জননেত্রী শেখ হাসিনা। 

 

এসময় তিনি আরো বলেন, উশু ফেডারেশন খেলোয়াড়দের যদি আমরা সঠিক পৃষ্ঠ পোষকের মাধ্যমে গড়ে তুলতে পারি তাহলে আন্তর্জাতিক পর্যায়ে দেশের নারীরা সুনাম বয়ে আনতে পারবে। তাই দেশের স্বার্থে সকলকে একসাথে কাজ করতে হবে।

 

 এসময় তৃতীয় বঙ্গমাতা জাতীয় ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আবু মুছা বলেন, পৃথিবীতে এমন কোন হতাশা জন্মায়নি যা আশাকে পরাজিত করতে পারে। আমাদের পথ চলা যদি সদার্থক হয় তাহলে আমরা যেকোন স্থান থেকে নারী খেলোয়াড়দের আন্তজার্তিক পর্যায়ে দেশের পতাকাকে বিশ্বের মানচিত্রে সুনাম বয়ে আনতে পারবে। 

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান গোলাম (এমপি), জাতীয় শেখ রাসেল শিশু-কিশোর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মজিবর রহমান হাওলাদার,

 

 বাংলাদেশ উশু ফেডারেশনের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন, এড.জেসমিন আক্তার (এপিপি) নারী ও শিশু দমন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, উশু ফেডারেশনের সদস্য সচিব সালমা রহমান, এছাড়াও উশু ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসএম/জেসি