রোববার   ০৫ মে ২০২৪   বৈশাখ ২১ ১৪৩১   ২৬ শাওয়াল ১৪৪৫

সুগন্ধা নানা জায়গায় ফুটপাত দখল করে রেখেছে: শরীফ উদ্দিন সবুজ

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ২১ জুন ২০২২ মঙ্গলবার

‘বঙ্গবন্ধু সড়কের ফুটপাত দখল নিয়ে আমরা সোচ্চার। কিন্তু উল্টো ঘটনা হচ্ছে শহরের অন্যান্য ফুটপাতগুলো নিয়ে। কালির বাজারে তো রাস্তা দখল হয়ে যায়, সেখানে আমরা কোন কথা বলি না। আর কেন কথা বলি না, সেটাও অনেকটা রহস্যজনক বিষয়। তাই বঙ্গবন্ধু সড়কের মতোই অন্যান্য সড়কের হকারদের উচ্ছেদের দাবি জানান।

 

’ সাংবাদিকদের সাথে পুলিশের মতবিনিময় অনুষ্ঠানে সোমবার (২০ জুন) বিকালে এ কথা বলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ। শরীফ উদ্দিন সবুজ বলেন, অনেকে গরিব অজুহাতে হকারদের পক্ষে নেন। ফুটপাতে হয়তো হকার বসে, রাস্তার পাশের দোকানীরা ফুটপাত দখল করে পসরা সাজাচ্ছেন। 

 

তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না কেন? তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। শরীফ উদ্দিন সবুজ তিনি আরও বলেন, ডন চেম্বারে ফার্নিচারের ব্যবসায়িরা তাদের দোকানের বাইরে মালামাল রেখে ফুটপাত দখল করে রেখেছে। ডিআইটিতে গিয়ে দেখেন, ফ্যানের দোকানিরা ফুটপাতে ফ্যান রেখে দখল করে রেখেছে। তারা তো আর গরিব ব্যবসায়ি না 

 

। তারা ধনি ব্যবসায়ী। এছাড়া সুগন্ধার মালিক জাগায় জাগায় স্থায়ী ভাবে ফুটপাত দখল করে রেখেছে। একই ভাবে আনন্দ, মনির হোটেলসহ যে রেস্তোরা গুলো রয়েছে তারা সবাই ফুটপাত দখল কেরে রাখে। বিশেষ করে রোজা আসলে তো আরও বেশি করে ফুটপাত দখল করে ইফতারি বিক্রি করে, যেমন তারা অনেক ছোয়াব কামাই করছে। এসএম/জেসি