মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৭ ১৪৩১   ২২ শাওয়াল ১৪৪৫

সদর উপজেলার সিডিউল কেনা নিয়ে সংঘর্ষ

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ৪ জুলাই ২০২২ সোমবার

# হাট নিয়ে উপজেলায় মারামারি ঘটনায় নৈমত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে

 

নারায়ণগঞ্জ সদর উপজেলায় গরুর হাটের শিডিউল কেনা নিয়ে কয়েক দফা সংর্ঘষের সৃষ্টি হয়েছে। গতকাল ৩ জুলাই দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় গোগনগর ইউনিয়নের বাড়িরটেক সংলগ্ন মাদবর বাড়ির পশ্চিম পাড় দেলোয়ার হোসেনের নিজস্ব ভূমিতে অস্থায়ী পশুর হাটের শিডিউল কেনা নিয়ে দুই গ্রুপের সংর্ঘষের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে উভয় গ্রুপের ৪ থেকে ৫ জন আহত হয়। ঘটনাস্থলে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে সুন্দর ও সুষ্ঠুভাবে আবারো সিডিউল বিক্রি শুরু হয় ।


প্রত্যক্ষদর্শীরা জানান , গোগনগর ইউনিয়নের বাড়িরটেক সংলগ্ন মাদবর বাড়ির পশ্চিম পাড় এলাকার হাট নিয়ে দেলোয়ার বাহিনীর লোকেরা প্রথমে তর্কতর্কী নিয়ে হাসান নামে এক ব্যক্তিকে টেনে হিচড়ে মারতে থাকে।  আর এই মারামারিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যেকার ব্যাপক সংর্ঘষের সৃষ্টি হয়। এতে করে উপজেলার মধ্যে একটি বিশৃঙ্খলার দেখা দেয় ।

 

সদর উপজেলাতে প্রতিবছরই এই ধরনের সংর্ঘষের সৃষ্টি হয় এবারো তার কোন ব্যতিক্রম ঘটেনি। এবছর নারায়ণগঞ্জ সদর উপজেলাতে প্রথমে ১১ টি হাটের অনুমোদন দেন জেলা প্রশাসক পরবর্তীতে আরও দুইটি হাটের অনুমোদন দিলে ১৩ টি হাটের অনুমোদন পায়। হাটগুলো হল, গোগনগর ইউনিয়নের বাড়িরটেক সংলগ্ন মাদবর বাড়ির পশ্চিম পাড় দেলোয়ার হোসেনের নিজস্ব ভূমিতে অস্থায়ী পশুর হাট গোগনগর ইউনিয়নে বাদশা মিয়ার অস্থায়ী পশুর হাট,

 

গোগনগর ইউনিয়ন পরিষদের উত্তর পাশ্বে মহিউদ্দিনের নিজস্ব ভূমিতে অস্থায়ী পশুর হাট, আলীরটেক আমান মার্কেট সংলগ্ন খালি জায়গায় অস্থায়ী পশুর হাট, বক্তাবলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রাজাপুর গ্রামে অস্থায়ী পশুর হাট, কাশিপুর ইউনিয়ন ক্লাব মাঠ খালি মাঠে অস্থায়ী পশুর হাট, কুতুবপুর ইউনিয়নের পাগলা তালতলা সংলগ্ন প্যারাডাইজ সিটি মাঠে অস্থায়ী পশুর হাট, ফতুল্লা স্টেডিয়ামের লিংক রোডের পূর্ব পাশের মাঠে অস্থায়ী পশুর হাট,

 

গোগনগন ইউনিয়ন ‘স’ মিল সংলগ্ন আলী আকবর বেপারীর নিজস্ব ভূমিতে অস্থায়ী পশুর হাট, এনায়েত নগর ইউনিয়নে ধর্মগঞ্জ গুদারাঘাট সংলগ্ন খালি মাঠে অস্থায়ী পশুর হাট, কুতুবপুর ইউনিয়নে আলীগঞ্জ ধোপাতিতা মৌজায় খালি জায়গায় অস্থায়ী পশুর হাট, কুতুবপুর ইউনিয়নের ভূইগড় এলাকার কবির হোসেনর নিজস্ব ভূমিতে অস্থায়ী পশুর হাট।