বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১   ১৬ শাওয়াল ১৪৪৫

জাপার স্বস্তিতে অস্বস্তিতে আ.লীগ

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

 

# দুটি আসন নিয়ে হতাশায় আওয়ামীলীগ নেতারা

 

 

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাশীন দল আওয়ামীলীগ মোক্ষম সময় পার করছে। কারণ ইতিমধ্যেই নির্বাচনী বছর শুরু হয়ে গেছে। কিন্তু গত নির্বাচনী বছরগুলোতে লক্ষ্য করা গিয়েছে নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের সংসদ সদস্য হতে আগ্রহী প্রার্থীরা তৃণমূল কর্মীদের দূরদশার বরাত দিয়ে জাতীয় পার্টির দখলে থাকা এই আসনগুলোতে নৌকা ফিরিয়ে দেয়ার দাবি জানাতো। তবে দ্বাদশ সাংসদ নির্বাচনের আগ মূহুর্তে জাতীয় পার্টির দখলে থাকা নারায়ণগঞ্জ-৩, নারায়ণগঞ্জ-৫ আসনের আওয়ামীলীগের সাংসদ প্রার্থীদের এখন সে তোরজোর নেই বললেই চলে। তবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ফুরফুরে মেজাজে রয়েছে নারায়ণগঞ্জ-৩, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদরা। কারণ দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটে না থাকলেও তারা তাদের নির্বাচনী মাঠ গোছাতে দাবড়ে বেড়াচ্ছে।  

 

সূত্র বলছে, নারায়ণগঞ্জকে আওয়ামীলীগের সূতিকাগার বলা হলেও দশম সংসদ নির্বাচনে মহাজোট থেকে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের মধ্যে দুটি আসনই জাতীয় পার্টির দখলে চলে যায়। এরপর একাদশ সংসদ নির্বাচনেও পাঁচটি আসনের মধ্যে দুটি আসন জাতীয় পার্টির দখলে চলে যায়। এরপর থেকেই নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতা থেকে শুরু করে নারায়ণগঞ্জ-৩, নারায়ণগঞ্জ-৫ আসনের বঞ্চিত প্রার্থীরাও সংসদ নির্বাচনে এই আসনগুলোতে নৌকা ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে আসছে। তবে আগামী দ্বাদশ সাংসদ নির্বাচনের আগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের থেকে শুরু করে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তেমন তোড়জোড় দেখা যাচ্ছে না।

 

প্রায় সময়ই বিভিন্ন সভা সমাবেশে নারায়ণগঞ্জ -৩,৫ আসনের মনোনয়ন প্রত্যাশীরা তৃণমূলের নেতাকর্মীদের দূরদশার কথা তুলে ধরে উক্ত আসনগুলোতে নৌকার প্রার্থী ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে আসছিল। তবে দ্বাদশ সংসদের নির্বাচনী বছরে এসে নারায়ণগঞ্জ -৩ ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশারী একেবারেই নিশ্চুপ গুমোট ভাব নিয়ে আছে। এর মধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনে সবচেয়ে বেশী লক্ষ্যনীয়। কারণ নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনটি টানা দ্বিতীয় বারের মত হারিয়ে টালমাটাল হয়ে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা। যার কারণে একাদশ সংসদ নির্বাচনের পর থেকে সোনারগাঁয়ের মনোনয়ন প্রত্যাশীরা রাজনৈতিক ময়দানে অনেকটা চুপসে যায়।

 

কারণ দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের আওয়ামীলীগ নেতারা নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকা ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে আসলেও তাদের আন্তঃকোন্দল মেটাতে না পারায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও আসার আলো দেখবে সোনারগাঁ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা। এছাড়া সোনারগাঁ নৌকার দাবিদার নেতারা নানা রকম বিতর্কে জড়িয়ে আস্থা হারিয়েছে দল থেকে। এরমধ্যে অন্যতম হল নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার। কারণ একাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন হাড়িয়ে মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করে। এরপর থেকেই দল অনেকটা আস্থা হারিয়ে ফেলে।

 

এছাড়া সোনারগাঁ থানা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে নির্বাচন করে দল থেকে শোকজ হন। এছাড়া সোনারগাঁয়ের বেশীরভাগ মনোনয়নপ্রত্যাশী নেতাদের বিরুদ্ধে থানা আওয়ামীলীগের রাজনীতিতে গ্রুপিং সৃষ্টসহ তাদের পারিবারিক ইতিহাস নিয়ে রয়েছে নানা রকম বিতর্ক যার কারণে দ্বাদশ নির্বাচনের আগে অনেকটাই নীরব ভূমিকায় নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীরা। অপরদিকে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলার অনেক বড় বড় আওয়ামীলীগ নেতারা রয়েছেন।

 

যার কারণে নারায়ণগঞ্জ-৫ আসনটি দীর্ঘদিন জাতীয় পার্টির দখলে থাকায় জোরালো আওয়াজ তুলেছিল জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা। তবে বিগত সংসদ নির্বাচনগুলোতে তারা নৌকার দাবিতে জোড়ালে আওয়াজ তুললেও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একেবারেই নিশ্চুপ তারা। এরমধ্যে অন্যতম আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু। কারণ বেশ কয়েকবার তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী দেয়ার দাবি জানিয়ে আসছিল। এছাড়া নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী হিসেবে একাদশ নির্বাচনে তোরজোর দেখালেও দ্বাদশ নির্বাচনের আগে একেবারেই আলোচনার বাইরে রয়েছে।

 

কারণ নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অত্যন্ত আলোচিত একটি বলয় দক্ষিণ বলয়ের রাজনৈতিক নেতাদের সাথে সুসম্পর্ক রেখে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। তবে হঠাৎ দক্ষিণ বলয়ের রাজনৈতিক নেতাদের সম্পর্কের টানাপোড়ন দেখা দিলে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের রাজনীতিতে অনিয়মিত হয়ে উঠে। যার কারণে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশীরাও অনেকটা নিশ্চুপ গুমোটভাব নিয়ে আছে। অপরদিকে নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সাংসদরা তাদের নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। এর মধ্যে অন্যতম হল নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান দীর্ঘদিন অসুস্থ থাকার পর অসুস্থতা নিয়েই নারায়ণগঞ্জ-৫ আসনের বিভিন্ন এলাকার বিভিন্ন সভা সমাবেশ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।

 

এছাড়া এ সকল অনুষ্ঠান থেকেই তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের বার্তা সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে জনগণের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। এছাড়া নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ইতিমধ্যেই বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। যার কারণে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের আগেই সোনারগাঁয়ে জাতীয় পার্টিকে ঢেলে সাজিয়েছে। ইতিমধ্যেই আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের সাথে তার সম্পৃক্ততা বাড়িয়ে দিয়েছে। এতে প্রতিয়মান হয় যে, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি ফুরফুরে মেজাজে রয়েছে।

এস.এ/জেসি