শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

বৈদ্যারবাজারে নাইট ক্রিকেট ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত 

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ১৮ মার্চ ২০২৩ শনিবার


সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী রংধনু ক্লাবের উদ্যোগে নাইট ম্যাচ ক্রিকেট ফাইনাল ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

শুক্রবার (১৭ মার্চ) রাতে বৈদ্যার বাজার সাত ভাইয়া পাড়া গ্রামে এ নাইট ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক বকুল বলেন, তরুণ সমাজকে মাদকাসক্তের বিরুদ্ধে দাঁড়াতে হলে প্রধান অস্ত্র হিসেবে খেলাধুলাকে সামনে নিয়ে আসতে হবে। খেলাধুলা মনকে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে সাহায্য করে। মন ভালো তো শরীর ভালো। পড়ালেখা ও খেলাধুলার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাই সোচ্চার হলে মাদক নির্মূল করা সম্ভব। তিনি আরও বলেন, সোনারগাঁয়ের মানুষ শুধু লেখাপড়া নয়, খেলাধুলায়ও উন্নতি লাভ করবে। বর্তমান প্রজন্ম যেন সুষ্ঠু সুন্দরভাবে জীবনে গড়ে উঠতে পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। কিন্তু কিছু খারাপ মানুষ মাদক গ্রহণ করেন এবং মাদক বিক্রি করেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে না বলব। নিজে মাদক গ্রহণ করব না, অন্যদের গ্রহণ করতে দেব না। মাদক শুধু একটি ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। একটি সুস্থ জাতি গঠনে তিনি সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা চেয়েছেন।

 

আনন্দ মূখর পরিবেশে খেলাটি উদ্বোধন করেন, তরুণ সমাজ সেবক গাজী মার্কেট ও সোনারগাঁ শপিং কমপ্লেক্সের অন্যতম পরিচালক গাজী তানভীর আহমেদ রাজিব। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বৈদ্যের বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মতয়াল্লি সমাজসেবক হাজী মহিউদ্দিন আব্দুল কাদের রতন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদ। এ সময় শত শত ক্রীয়া প্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।