না`গঞ্জ হাই স্কুল ১৯৭৭ ব্যাচের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৮:৪০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩ রোববার
প্রাণের বন্ধনে নারায়ণগঞ্জ হাই স্কুলের ১৯৭৭ ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠানটি এন. জি. এইছ. এস. ক্লাব ১৯৭৭ এর আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এ পুণর্মিলনীর আয়োজন করা হয়।
জি. এম. ফারুক ও আবদুস সালাম'র সার্বিক তত্ত্বাবধানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে প্রাণের বন্ধনে নারায়ণগঞ্জ হাই স্কুলের ১৯৭৭ ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠানের শুভস‚চনা করা হয়। অতঃপর বন্ধুদের মাঝে একে একে শুরু হয় স্কুল জীবনের সেই সময়ের স্মরণীয় ঘটনার স্মৃতিচারণ। এরপর সব বন্ধুরা একসাথে হৈ-হুল্লোড় করে দুপুরের খাবার পর্ব শেষ করে।
বিকেলের পর্বে আল আশরাফ বিন্ধু, দিলীপ সাহা ও রঞ্জন'র উপস্থাপনায় চা-নাস্তার সাথে আবারও শুরু হয় বন্ধুদের মনোমুগ্ধকর বিনোদনের আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এস.এ/জেসি