না.গঞ্জে নতুন করে আর কোন গডফাদারকে ঠাঁই দেওয়া হবে না
যুগের চিন্তা রিপোর্ট :
যুগের চিন্তা
প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ২৬ অক্টোবর ২০২৪ শনিবার
বন্দরে জামায়াতে ইসলামীর সমাবেশে মাওলানা আবদুল জব্বার
২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী ২২ নং ওয়ার্ড এর উদ্যোগে গতকাল বিকালে বন্দর ১ নং খেয়া ঘাটে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, সারাদেশে অন্তত ৫৫ জন নাগরিককে হত্যা করেছিলো। নতুন করে আর কোনো গড ফাদারকে নারায়ণগঞ্জে ঠাই দেওয়া হবেনা। ভয়ের কিছু নেই, আমরা গত ১৬ বছর সবর করেছিলাম। সমস্ত ফ্যাসীস্টদের ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা আদর্শীক সংগঠন। এই সংগঠন আল্লাহর জমিনে তার আইন কায়েম করার লক্ষে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার এটি কোনো রাজনৈতিক সরকার নয়,এটা জনগনের সরকার।দেশের জনগণ ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করবেন। লুটেরা ফ্যাসিস্টরা এতোদিন লুটেপুটে খেয়েছে। স্বাধীনতার পর থেকে কোনো সরকার এপর্যন্ত জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার রাসূল মোহাম্মদ (সাঃ) আদর্শ অনুযায়ী এদেশ চলবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার আমাদের ভাইদেরকে হত্যা করেছিল,আমাদের জঙ্গি সংগঠন বলে বছরের পর বছর নৃশংস নির্যাতন করেছে। ইতিমধ্যে একটি সংগঠন নিষিদ্ধ হয়েছে, আল্লাহকে ভয় করলে আর কোনো শক্তি আপনাদের ক্ষতি করতে পারবেনা। শান্তির জন্য ইসলামের বিকল্প নাই। ২৮ অক্টোবর মানুষ ভুলে নাই। সারাদেশে অন্তত্য ৫৫ জন নাগরিককে হত্যা করেছিলো।আমাদের ১১ জন ভাইকে হত্যা করেছিলো। সেই হত্যাকান্ডের বিচার হওয়া দরকার। যারা সেই হত্যাকান্ডে জড়িত ছিল, তাদেরকে খুঁজে খুঁজে গ্রেফতার করতে হবে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে বর্তমান সরকারকে বলছি অবিলম্বে আপনারা তাদেরকে দ্রুত গ্রেফতার করুন।
২৪ এর আন্দোলনে নারায়ণগঞ্জে ৬৫ জনকে হত্যা করেছে,যারা হত্যা করেছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পুলিশ ভাইদের মধ্যে এই হত্যাকান্ডে যেসকল পুলিশ জড়িত ছিলো তাদের গ্রেফতার করতে হবে, নয়তো অন্যত্র সরিয়ে নিতে হবে,এই নারায়ণগঞ্জে তাদের ঠাই নেই।
এসময় প্রধান বক্তা হিসাবে সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন তিনি বলেন ২০০৬ সালে যারা নৃশংসভাবে হত্যা করেছিল অবিলম্বে তাদের হত্যার বিচার চেয়ে সরকারকে হুশিয়ার করে এবং সমাজকে পরিবর্তনের জন্য ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের আহবান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানা দক্ষিণ এর আমীর ফজলুল হাই জাফরী'র সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি মো. ওমর ফারুক, বন্দর উত্তর থানা আমীর জাকির হোসাইন, মুফতি মো. আতিকুর রহমান, বন্দর থানা দক্ষিণ সহ-সেক্রেটারি সম্পাদক কাজী রেজাউল হক মামুন, বন্দর উত্তর থানা সেক্রেটারি রফিকুল ইসলাম, উত্তর থানা কর্ম পরিষদের সদস্য জহিরুল ইসলাম প্রমূখ।