Logo
Logo
×

জনদুর্ভোগ

বছরের শুরুতেই বাড়লো এলপিজির দাম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩৫ পিএম

বছরের শুরুতেই বাড়লো এলপিজির দাম
Swapno


নতুন বছরের শুরুতেই ভোক্তাপর্যায়ে বেড়েছে আবার এলপিজির দাম। একদিকে যেমন দ্রব্যমূলের ঊর্ধ্বগতি ঠিক এ সময়ে মানুষের ব্যয় আরো বেড়ে গেলো। গত মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল ৩টায় নতুন এ  দর ঘোষনা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

 

 

এর আগে গত বছরের ডিসেম্বরে ভোক্তা পর্যায়ে  ১২ কেজি সিলেন্ডারের দাম ৬০-৭০ টাকা বাড়িয়ে ১৪০৪ টাকা নির্ধারন করা হয়েছিল। এখন চলতি মসে ফের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম ২৯ টাকা বাড়িয়ে ১৪৩৩ টাকা করেছে বিইআরসি। তবে দাম নির্ধারন করে দেওয়া সত্বেও নিধার্রিত করা দামে বিক্রি কররেছন না কেউ। বাজারে এই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস(এলপিজি) বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়।

 


এ বিষয়ে দেওভোগ এলাকার এলপিজি গ্যাস ব্যবসায়ী জুয়েল জানান, মাসে মাসেই এই দাম পরিবর্তন করা হয়, কখনো বাড়ে আবার কখনো কমে যায়। আমাদেরো তো বিক্রি করে দাম পোশাতে হয় তাইনা, তাই একটু আকটু দাম হেরফের করে বিক্রি করছে সব জায়গায়ই।আর সামনে যে পরিস্থিতি চলছে তাতে পরবর্তিতে আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

একই বিয়য়ে চাষাড়া এলপি গ্যাস ব্যবসায়ী বলেন, গ্যাসের দাম তো বাড়বে আরো। যেভাবে ডলারের দাম উঠানামা করছে যার জন্য মাসে মাসে দাম বাড়িয়ে যাচ্ছে গ্যাসের।

 


লাখি নামে এক ক্রেতা যুগের চিন্তাকে বলেন, এলপিজির দাম তো নিয়ন্ত্রন হারা হয়ে যাচ্ছে। মাসের পর মাস গ্যাসের যে সংকট চলছে লারকি চুলা আর কতদিন ব্যবহার করবো, সিলেন্ডার না কিনেও কোনো উপায় দেখছিনা। কুপির মতো জ¦লে থাকা গ্যাসে কি আর রান্না হয়। তাই বাধ্য হয়ে এখন এলপিজি গ্যাসের উপর ভরসা করে চলা ছাড়া উপায় নেই।

 

 

দিনে গ্যাস পাওয়াটা তো এখন স্বপ্নের মতো। রাত ১২ টার পর যা আসে ভোর হতে না হতেই তা আবার চলে যায়, দিনে তার এক পরিমানও পাই না। বাধ্য হয়ে এখন আমাদের চড়া দামেই এলপিজি কিনতে হচ্ছে। একেক দোকানে একেক দামে বিক্রি হয় এলপিজি গ্যাস।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন