Logo
Logo
×

জনদুর্ভোগ

রেলওয়ের বাঁধে শুষ্ক মৌসুমেও ফতুল্লা পাইলট স্কুলের সামনে জলাবদ্ধতা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৫ পিএম

রেলওয়ের বাঁধে শুষ্ক মৌসুমেও ফতুল্লা পাইলট স্কুলের সামনে জলাবদ্ধতা
Swapno

 

ফতুল্লা ইউনিয়ন পরিষদের অন্তর্গত ৩ নং ওয়ার্ডের আওতাধীন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় এর সামনে এবং উভয় পাশে সৃষ্টি হয়েছে তীব্র  জলাবদ্ধতার। অবস্থা দেখলে যে কেউ মনে করতে পারে টানা কয়েকদিনের ভারী বর্ষণে বৃষ্টি হয়েছে এই  জলাবদ্ধতা। কিন্তু এখন তো শুষ্ক মৌসুম। বহুদিন ধরে বৃষ্টির দেখা নেই।  তবুও এই অঞ্চলের জলাবদ্ধতার এমন চিত্রে হতাশ এ জনপদের মানুষ। 

 

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় এর সামনে এবং উভয় পাশে থৈ থৈ করছে বাহারি রংয়ের বিষাক্ত পানি। এই স্কুলের শিক্ষার্থীরা অনেকেই সরাসরি কোন বাহন ব্যবহার করে স্কুলে প্রবেশ করছেন। তবে সবার আর্থিক অবস্থা তো একরকম হয় না। ফলে অধিকাংশ শিক্ষার্থী এই বিষাক্ত পানিতে নেমেই স্কুলে আসা যাওয়া করছেন।

 

শুধু যে পাইলট স্কুলের শিক্ষার্থীরাই পড়ছে বিড়ম্বনায় তা বললে ভুল হবে। কারণ এই স্কুলের আশেপাশে গড়ে উঠেছে অনেকগুলো কিন্ডারগার্ডেন স্কুল। এই স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা বরণ করে নিয়েছেন এই করুণ দশা। এছাড়াও এই এলাকায় বসবাসরত মানুষরা তো রয়েছেনই।

 

এ নিয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারা যুগের চিন্তাকে জানান, প্রায় ২০ দিন ধরে চলছে এই  করুণ দশা। শুষ্ক মৌসুমেও এমন জলাবদ্ধতায় করুণ পরিণতি পোহাতে হচ্ছে তাদের। তবে আসছে বর্ষা মৌসুমে যখন লাগাতার বৃষ্টি হবে তখন এখানকার অবস্থা কতটা যে ভয়ানক হবে তা ভেবেই শিউরে উঠছেন তিনি।

 

একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান, এমন বিষাক্ত নোংরা পানির কারণে তাদের স্কুলে আসতে অনেক অসুবিধা হয়। প্রতিদিন বাধ্য হয়ে তাদের গাড়ি দিয়ে আসতে হয়। তার সহপাঠীরা অনেকেই অর্থের অভাবে স্কুলে আসা-যাওয়া করা বন্ধ করে দিয়েছেন। অনেকে বিষাক্ত পানি পাড়ি দিয়ে স্কুলে আসছেন। তবে নোংরা পানির কারণে তাদের অনেক সমস্যা হচ্ছে।

 

শুষ্ক মৌসুমেও এমন জলাবদ্ধতা কেন এর উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় স্কুলের সামনে জমে থাকা পানিগুলো মূলত ড্রেন হয়ে উক্ত স্কুলের পাশ ঘেষে যাওয়া রেল লাইনের নিচ হয়ে অন্যত্র চলে যেত। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ রেল লাইনের নিচে কৃত্রিম বাঁধ দিয়েছে। যার ফলে পানি গুলো যেতে পারছে না। এজন্য পানিগুলো জমে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়াও আশেপাশে অবস্থিত বেশ কয়েকটি ডাইং এর বিষাক্ত পানির কারণে সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা। এলাকাবাসীর তীব্র দাবি অচিরেই এ সমস্যার স্থায়ী সমাধান করা হোক।

 

এ নিয়ে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার বাতেন যুগের চিন্তা কে জানান, ড্রেনের কাজ চলমান। যারা কাজ এর দায়িত্ব নিয়েছে তারা বলতে পারবে এই পরিস্থিতি কবে উত্তরণ হবে। রেলওয়ের বাঁধ নিয়ে তিনি জানান রেলওয়েকে কয়েক দফায় এ সমস্যা সমাধানের জন্য বলা হয়েছে। কিন্তু তারা আশ্বাস দিয়েও কথা রাখেন নি। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন