Logo
Logo
×

জনদুর্ভোগ

নাসিক ১৮নং ওয়ার্ডের অধিকাংশ সড়কের বহাল দশা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ১২:৩২ পিএম

নাসিক ১৮নং ওয়ার্ডের অধিকাংশ সড়কের বহাল দশা
Swapno


নারায়ণগঞ্জে নাসিক সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের নিতাইগঞ্জ এলাকা থেকে বাপ্পি চত্বর পর্যন্ত পুরো বঙ্গবন্ধু বর্ধিত সড়কের বেহাল দশা। এছাড়া সৈয়দপুর আল-আমিন নগর ব্রিজ হতে পূবালি সল্ট এলাকা পর্যন্ত পুরো সড়কের পিচ উঠে বেহাল দশা। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় আকারের গর্ত থাকার কারণে গাড়ি চলাচলে ব্যাঘাত ঘটে।

 

 

আবার সড়কগুলোর কোথাও কোথাও ঢালাইয়ের পাথর উঠে রড বের হয়েছে। যার ফলে হতে পারে যে কোনো দূর্ঘটনা। একই দৃশ্য দেখা গেলো ঐ ওয়ার্ডের শহীদ নগর এলাকাতেরও। এই সড়কগুলো বহাল অবস্থার পরেও সংস্কার জন্য দেখার যেন কেউ নেই। সংস্কারের অভাবে ভোগান্তির চরম আকার ধারণ করেছে।

 


আলামিন নগরের স্থানীয় এক বাসিন্দা বলেন, বহু দিন বাযৎ এই সড়কটির ভাঙ্গা-চুড়া। জায়গায় জায়গায় বড় বড় গর্ত হয়ে আছে। ঢালাই উঠে গিয়ে রড বের হয়ে গেছে। মেরামত না করার কারনে এই বড় বড় গর্তেতে গাড়ি উল্টে গিয়ে জখম ও আহত হয় যাত্রীরা।

 

 

এই সড়ক দিয়ে দুটি মাধ্যমিক স্কুলের ছেলে-মেয়ে আসা যাওয়া করে। এছাড়া এই সড়কটি দিয়ে শহর থেকে পণ্য বা মালামাল কিনে নিয়ে অনেক লোক মুন্সিগঞ্জেও যায়। মোট কথা এই সড়ক দিয়ে প্রায় হাজারো মানুষের চলাচল আছে।

 


দক্ষিণ নলুয়াপাড়া এলাকার বাসিন্দা জিহাদুল বলেন,  এই সড়ক নিয়া যে কতবার ঠিক করার কথা বলা হইছে, বলেও কোনো লাভ হয়না। রাস্তার কানায় কানায় ছোট-বড় খানা-খন্দে ভরপুর যার কারনে যেকোনো সময় নানা দুর্ঘটনার কবলে পরতে হয়।

 

 

তাই এই ভাঙ্গা রাস্তার কারনে সহজে অটোরিকশাও আসতে চায়না। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদেরও কেনো নজরদারী নেই বললেই চলে। তারা শুধু ভোটের সময় এসে নানা ধরনের আশা দিয়েভোট নিয়ে যায় পরে আর চোখেই দেখা যায়না তাদের।

 


এ বিষয়ে ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান মুন্না যুগের চিন্তাকে বলেন, এ ব্যাপারে মেয়র মহোদয়ের সাথে কথা বলেন।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন