Logo
Logo
×

জনদুর্ভোগ

ঈদ শেষে বেড়েছে আলু-পেঁয়াজের দাম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০১:৫৮ পিএম

ঈদ শেষে বেড়েছে আলু-পেঁয়াজের দাম
Swapno

 
ঈদের পরে আবারো বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। মাছ, মাংশ ও তেলের সাথে পাল্লা দিয়ে বেড়েছে আলু পেয়াজের দাম। মাত্র ৭ দিনের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিতে ১৫-২০ টাকা, অন্যদিকে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-১৫ টাকা। ঈদের পর হটাৎ এই আলু-পেয়াজের দাম বাড়ার সঠিক কোন কারণ বলতে পারেনি ব্যবসায়ীরা। তবে বাজার করতে এসে দাম শুনে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা।
 

 


গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে নগরীর দীগুবাবুর বাজারে সরেজমিনে দেখা যায় এমন চিত্র। বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়, যেটা আগে ছিলো ৩০-৩৫ টাকা কেজি। এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়েছে ১৫-২০ টাকা। অপরদিকে পেঁয়াজের বাজারেও একই দশা। ঈদের পর এক সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে ১০-১৫ টাকা। এখন বাজারে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়।
 

 


এ সময় দীগুবাবুর বাজারে আলু বিক্রেতা মাহাবুব আলম লাইভ নারায়ণগঞ্জকে বলেন, এখন আমাদের আলু প্রতি মন ১৭৬০ টাকায় কিনতে হয়। এর মধ্য নানা ধরনের খরচ রয়েছে। এ দামে বিক্রি করলে আমাদের লস হয়ে যায়। আলুর দাম কম হলে আমাদের বেচা-কেনা বেশি হয় এবং আমাদের লাভ হয়। আমরাও ক্রেতাদের কাছে কম দামে আলু বেচতে।
 

 


আরেক বিক্রেতা শরীফুল আলম বলেন, এখন বাজারে পেঁয়াজের আমদানি কম। অনেক আড়তদার মাল স্টক করে রাখা শুরু করেছে। যে জন্য বাজারে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। গত সপ্তাহে আমরা ৪৫-৫০ টাকা কেজিতে বিক্রি করেছি। এখন আমাদের প্রতি কেজি পেঁয়াজ ৫৫-৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
 

 


বাজারে সবজি কিনতে আসা হুমায়ুন কবির ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন অজুহাতে বিক্রেতারা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এসে দেখি আলু ও পেঁয়াজের দাম ধারণার বাইরে চলে গেছে। এখন উপায় না পেয়ে কম পরিমাণে কিনতে হচ্ছে। এখন ৫ কেজির জায়গায় ২ কেজি পেঁয়াজে কেনা হয়েছে।
 

 


আরেক ক্রেতা চাকুরিজীবী নাজমুল হাসান বলেন, গত সপ্তাহে বাজারে যে আলুর দাম ছিল ৩০-৩৫ টাকা কেজি, এখন সেই আলু বাজারে ৫০ টাকায় কিনতে হচ্ছে। আলুর দাম বৃদ্ধি পাওয়ায় আমার মত অনেককেই পাবেন যারা ক্ষোভ প্রকাশ করবে। সিন্ডিকেট বাজারে একেক সময় একেক পন্যের দাম হুট-হাট করে বাড়িয়ে দেয়। আমার মত সাধারণ মানুষেরা নিত্যপণ্যের বাজারের লাগাম টানতে গিয়ে সর্বহারা হয়ে যাচ্ছে। সরকার কেনো এদের ব্যবস্থা নিচ্ছেনা?'   এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন