Logo
Logo
×

জনদুর্ভোগ

দ্বিগুণ কাঁচা মরিচের দাম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৮:৪১ পিএম

দ্বিগুণ কাঁচা মরিচের দাম
Swapno


বন্যার প্রভাবে কাচা বাজারগুলোতে সবজির চেয়ে বেশি দামের প্রভাব পড়েছে কাচা মরিচে। দুসপ্তাহ আগেও যে কাচা মরিচ বিক্রি হয়েছে ১০০-১৫০ টাকা সেটি এখন বিক্রি হচ্ছে দ্বিগুন দামে। প্রতি কেজি কাচা মরিচের দাম ৪০০ টাকা। বাজারে দাম ওঠা-নামা করছে এর দাম। এছাড়া বাজারে দীর্ঘদিন ধরে চড়া দামে বিক্রি হচ্ছে পেয়াজ ও আলু। তবে বাজারে চাঁদবাজি মুক্ত থাকায় অনেকটা স্বস্তি সাধারণ মানুষের।

 

 

গতকাল বাজারে বিক্রেতা ও সাধারণ ক্রেতাদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।বাজার ঘুরে দেখা যায়, গত মাসে খুচরা বাজারে কাঁচা মরিচের দাম উঠেছিল ৪০০-৫০০ টাকা কেজিতে। এরপর কিচুটা কমে। দেশজুড়ে সহিংস পরিস্থিতির মধ্যেও মরিচের দাম ৩৫০ টাকা ছাড়ায় যা চলতি মাসের শুরুতে ১৫০-২০০ টাকায় কমে আসে।

 

 

গত  দুই সপ্তাহ আগে প্রতি  কেজি কাঁচা মরিচ বিক্রি হয়ে ছিল ১৫০-২০০ টাকায়। তবে গত সপ্তাহ থেকে দাম আবার বেড়েছে , ৩৫০-৪০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। দেশি পেয়াজ প্রতি কেজি বিক্রি এখন ১২০-১৪০ টাকা ও আলু ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

 


ক্রেতারা বলছেন, বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে। তাছাড়া পাইকারিতে দাম বাড়ায় খুচরা বিক্রেতারা এই সুযোগটা কাজে লাগিয়ে বেশি লাভে বিক্রি করছে। পেয়াজের দাম স্থিতিশীল আছে।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন