Logo
Logo
×

জনদুর্ভোগ

কাশিপুর ইউপি সেবায় অচলাবস্থা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১২:০০ এএম

কাশিপুর ইউপি সেবায় অচলাবস্থা

কাশিপুর ইউপি সেবায় অচলাবস্থা

Swapno

কাশিপুর ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে চলছে শাসন-শোষনের নানা অভিযোগ। গডফাদার শামীম ওসমানের ঘনিষ্ঠ ফতুল্লা থানা আ’লীগ সভাপতি ও এই ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদলের দখলদারিত্বে ছিলো এই ইউনিয়নটি। স্থানীয়দের ভাষ্য,তিনি নিজের ইচ্ছেমতো বছরের পর বছর কাশিপুরবাসীকে শোষণ করে গেছেন।


সরকার পতনের পর সাইফুল্লাহ বাদল আত্মগোপনে চলে গেলে তার আস্থাভাজন প্যানেল চেয়ারম্যান-০১ আইয়ুব আলীও আত্মগোপনে চলে যান।তখন সাইফুল্লাহ বাদলের সাম্রাজ্য টিকিয়ে রাখতে   প্যানেল চেয়ারম্যান-০২ হিসেবে ০৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামীম মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন।


স্থানীয় বাসিন্দারা বলছেন,শামীম মেম্বার মূলত সাইফুল্লাহ বাদলের উত্তরসূরি হিসেবে তারই আদলে চলছেন।তিনি পরিষদে নিয়মিত না আসায় ইউপি সেবাগুলো কার্যত বন্ধ হয়ে পড়েছে। জন্ম নিবন্ধন,ওয়ারিস সনদ,নাগরিক সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
এলাকাবাসীর একাংশের অভিযোগ ,কিছু বিএনপি নেতা অর্থের বিনিময়ে শামীম মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে টিকিয়ে রাখতে চেষ্টা করছেন।
এ বিষয়ে কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রতন যুগের চিন্তাকে বলেন, কোনো বিএনপি নেতা টাকার বিনিময়ে আওয়ামী দোসর শামীম মেম্বারকে টিকিয়ে রাখছেন এ ধরনের অভিযোগ সত্য নয়।কারণ আমরা দেখেছি বক্তাবলী ইউপিতে প্রশাসক নিয়োগের পর কোনো কাগজই সাইন হয়নি।কাশিপুরবাসী যেনো এমন ভোগান্তীতে না পরে তাই আমরা কিছু বলিনি।কিন্তু গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এই ইউপিতে পতাকা উঠেনি।তবে আমরা আর চুপ থাকবোনা।খুব দ্রুত তার বিষয়ে  ইউএনওকে অবহিত করা হবে।


অন্যদিকে, এই ইউনিয়নে এখনো কোনো প্রশাসক নিয়োগ না হওয়ায় পরিষদের কার্যক্রম সম্পূর্নরুপে স্থবির হয়ে পড়েছে।এতে জনসাধারনের মধ্যো চরম অসন্তোষ বিরাজ করছে।



কাশিপুরের একাধিক ভুক্তভোগী জানান,আমরা একটি কাগজের জন্য দিনের পর দিন পরিষদে ঘুরছি,কিন্তু চেয়ারম্যান থাকেনা।পরিষদের কোনো মেম্বারও থাকেনা।এই পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন সচেতন মহল।তারা বলছেন , ইউনিয়নের কার্যক্রম সচল রাখতে দ্রুত একজন প্রশাসক নিয়োগ দেওয়া উচিত।কাশিপুরবাসী এখন প্রশ্ন তুলছেন,সেবা পাওয়ার জন্য কি তাদের অনিশ্চয়তা ও রাজনীতির বলি হয়েই থাকতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন