বিবি রোডের ড্রেন সংস্কার কাজ শেষ হচ্ছে ২৬ ফেব্রুয়ারি

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
-copy-68a2e537d6e6c.jpg)
বিবি রোডের ড্রেন সংস্কার কাজ শেষ হচ্ছে ২৬ ফেব্রুয়ারি
# যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে মুখিয়ে নগরবাসী
নারায়ণগঞ্জের অন্যতম প্রধান ও ব্যস্ততম সড়ক হলো বিবি রোড। চাষাড়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত বিস্তৃত এ সড়ককে বলা হয় শহরের প্রাণকেন্দ্র। প্রতিদিন লাখো মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু এবং পরিবহনের অন্যতম রুট হওয়ায় এই সড়কের গুরুত্ব অপরিসীম। তবে প্রায় এক বছর ধরে এই গুরুত্বপূর্ণ সড়কের উভয় পাশে ড্রেন সংস্কারের কাজ চলমান থাকায় নগরবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ড্রেন সংস্কারের কাজের কারণে বিবি রোডের দুই পাশ সরু হয়ে পড়েছে। এর ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পুরো সড়কজুড়ে লেগে থাকছে যানজট। কয়েক মিনিটের রাস্তা পাড়ি দিতে নাগরিকদের লেগে যাচ্ছে এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী সবাই এই তীব্র যানজটের কারণে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন। এমনকি জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও সময় নষ্ট হচ্ছে, যা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে।
যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী, সিটি কর্পোরেশন ও প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। এ ব্যাপারে যুগের চিন্তার সাথে কথা বলেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এম এ করিম। তিনি জানান নারায়ণগঞ্জ শহরের যানজটের অন্যতম বড় কারণ হচ্ছে প্রায় বছরখানেক ধরে বিবি রোডে ড্রেন সংস্কার কাজ চলমান থাকা। যদি এ কাজগুলো দিনে না করে রাতে করা হতো তাহলে এতটা যানজট সৃষ্টি হতো না। কিন্তু তারা দিনের বেলাতেই কাজ করে যাচ্ছে, যার কারণে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
অন্যদিকে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ইসমাইল চৌধুরী ভিন্ন ব্যাখ্যা দেন। তিনি জানান, আমরা দিনের বেলা হালকা কাজগুলো করে থাকি এবং রাতের বেলা ভারী কাজগুলো করি। নির্ধারিত সময়ের মধ্যেই ড্রেন সংস্কার কাজ শেষ হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি নাগাদ পুরো কাজ সমাপ্ত হবে বলে আমরা আশা করছি।বিবি রোডের ড্রেন সংস্কার কাজ ২৬ ফেব্রুয়ারি শেষ হবে এই খবরে আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে। কারণ, টানা এক বছরের যানজট, ধুলাবালি, শব্দদূষণ ও ভোগান্তির পর মানুষ আশা করছে তারা আবারও নির্বিঘ্নে চলাচল করতে পারবে।শহরের অনেকেই বলছেন, ড্রেন সংস্কার হওয়া অবশ্যই জরুরি ছিল। কিন্তু এত দীর্ঘ সময় ধরে কাজ চলতে থাকায় ভোগান্তির শেষ ছিল না। ২৬ ফেব্রুয়ারি কাজ শেষ হলে নারায়ণগঞ্জবাসী অন্তত সবচেয়ে বড় সমস্যাটি থেকে মুক্তি পাবে।
একদিকে ড্রেন সংস্কারের মতো অবকাঠামোগত উন্নয়ন কাজ শহরের জন্য অত্যন্ত জরুরি। অন্যদিকে দীর্ঘমেয়াদি কাজ, সঠিক পরিকল্পনার অভাব এবং যানবাহন ব্যবস্থাপনায় দুর্বলতা সব মিলিয়ে নগরবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা, ঘোষিত সময়সীমার মধ্যে অর্থাৎ ২৬ ফেব্রুয়ারির মধ্যেই কাজ সম্পন্ন হবে। যাতে বছরের পর বছর যানজটের যন্ত্রণার অবসান ঘটে, এবং শহর আবারও স্বাভাবিক ছন্দ ফিরে পায়।