Logo
Logo
×

ধর্ম ও নৈতিকতা

পূর্ব ইসদাইর শাহী মসজিদে ইফতার মাহফিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০১:১০ পিএম

পূর্ব ইসদাইর শাহী মসজিদে ইফতার মাহফিল
Swapno


পূর্ব ইসদাইর শাহী জামে মসজিদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার (১৭ মার্চ)। মসজিদ কমিটির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব  মো. ইউসুফ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল বাছেদ রতনের সার্বিক তত্ত্বাবধানে মসজিদের তিন তলায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

 

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে আলহাজ্ব আ. মান্নান, বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক আলহাজ্ব মো. ইউসুফ আলী এটম, আলহাজ্ব আবুল হোসেন, আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, মফিজুল ইসলাম বাহার, মোয়াজ্জেম হোসেন, আব্দুল কাদের সিকদার, মো. শফিকুল ইসলাম, হাবিবুল্যাহ্ খান, জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ মসজিদ কমিটির কর্মকর্তা এবং সদস্য ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

তবে মাহফিলে হাফেজিয়া মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের উপস্থিতি সবার দৃষ্টি আকর্ষণ করে। ইফতারের পূর্বক্ষণে মসজিদের পেশ ইমাম মোনাজাত করেন। মোনাজাতে দেশ ও দশের কল্যাণে দোয়া কামনাসহ গাজা এলাকায় বর্বর ইসরাইল বাহিনীর হামলার নিন্দা করেন। ফিলিস্তিনী মুসলমানদের সাহাযার্থে বিশে^র শান্তিকামী মানুয়কে এগিয়ে আসার আহ্বান জানান।     এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন