Logo
Logo
×

ধর্ম ও নৈতিকতা

মাগফেরাতের প্রথম জুমায় মসজিদ ছাড়িয়ে সড়কে মুসুল্লিদের ঢল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৮:১৭ পিএম

মাগফেরাতের প্রথম জুমায় মসজিদ ছাড়িয়ে সড়কে মুসুল্লিদের ঢল
Swapno


পবিত্র মাহে রমজানের মাগফেরাতের ১০ দিনের প্রথম জুমার নামাজের দিন শহরের মসজিদগুলোতে মুসুল্লিদের ঢল দেখা গেছে। গতকাল শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের সময় শহরের নূর মসজিদ, ডিআইটি জামে মসজিদ, চাষাঢ়া রেললাইন মসজিদ, মাসদাইর সিটি করপোরেশন কেন্দ্রীয় জামে মসজিদ ঘুরে এ চিত্র দেখা গেছে।

 

 

শহরের প্রায় প্রতিটি মসজিদেই নামাজের আগেই মসজিদগুলো পূর্ণ হয়ে উঠে ধর্মপ্রাণ মুসুল্লিদের উপস্থিতিতে। নামাজ শুরুর আগে মসজিদগুলোর ছাদ পূর্ণ হয়ে সামনের সড়কে চলে আসে মুসুল্লিদের নামাজের সারি। শহরের চাষাঢ়া নূর মসজিদে নামাজ আদায় করতে আসা ফারহান জানান, আজ পবিত্র মাহে রমজানের রহমতের ১০ দিনের প্রথম জুমার নামাজ।

 

 

বাবা, ভাইয়ের সাথে মসজিদে এসেছি নামাজ আদায় করতে। নূর মসজিদের সামনের সড়কে নামাজ আদায় করা আজমত উল্লাহ জানান, সকালে কিছু কাজ শেষে করে মসজিদে আসতে দেরী হয়েছে একটু। মুসুল্লিদের উপস্থিতি আজ অনেক বেশী তাই মসজিদে স্থান সংকুলান হয়নি। সড়কে নামাজ আদায় করতে হচ্ছে। সমস্যা হচ্ছেনা মসজিদ থেকে সুব্যবস্থা করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন