প্রবীণ রাজনৈতিক নেতা আব্দুর রহমানকে দেখতে গেলেন আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০২:৪৫ পিএম
অসুস্থ প্রবীণ রাজনৈতিক নেতা ও নাগরিক কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে দেখতে তাঁর বাসায় গিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল সোমবার (১ জানুয়ারি) শহরের নিতাইগঞ্জ এলাকায় আব্দুর রহমানের বাসায় যান তিনি। গণমানুষের পক্ষে সর্বদা বলিষ্ঠ কন্ঠস্বর আব্দুর রহমানের শারীরিক খোঁজখবর নেন তিনি। কথা বলেন পরিবারের লোকজনের সাথেও।
আব্দুর রহমান এসময় মেয়র আইভীর বাবা 'পৌর পিতা' আলী আহাম্মদ চুনকার নেতৃত্বে বিভিন্ন আন্দোলন সংগ্রামের স্মৃতিচারণ করেন এবং আইভীর নেতৃত্বে নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। মেয়রও বিভিন্ন আন্দোলন সংগ্রামে আব্দুর রহমানের অবদানের কথা স্মরণ করেন। ছাত্রজীবন থেকে রাজনীতি অঙ্গণে পদার্পন আব্দুর রহমানের।
শুরুতে ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হলেও সত্তরের দশকের শেষের দিকে ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন৷ পঁচাত্তরে রাজনীতির মাঠ কাপানো এ নেতা হয়ে ওঠেন গণমানুষের কন্ঠস্বর। এজন্য একাধিকবার গ্রেপ্তারও হতে হয় তাকে। ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি পদে তাকে প্রস্তাব করা হয়। তিনি সর্বশেষ নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
নেতৃত্ব দিয়েছেন শ্রুতি সাংস্কৃতিক একাডেমী, তেল গ্যাস বিদ্যুৎ ও খনিজ সম্পদ জাতীয় কমিটি, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের। গত কয়েক বছর যাবৎ গুরুতর অসুস্থ আব্দুর রহমানের এখন সময় কাটে নিজ বাড়িতেই।


