Logo
Logo
×

বিশেষ সংবাদ

কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে

Icon

মেহেরীন জারা

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩৪ পিএম

কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে
Swapno

 

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমুল্য নতুন কোনো খবর নয়। প্রতি বছরই এই ঊধ্বগতি নিয়ে নানা আলাচনা-সমালচনা চলে আসছে। এই ঊর্ধ্বগতির বাজারে ক্রেতা  সাধারনের ক্ষোভ থাকলেও বাজারে স্থিতিশীলতা ফিরছেই না। তবে এখন সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজির দামেই কিছুটা স্বস্থি ফিরেছে। সবজির পাশাপাশি কমতে শুরু করেছে আলু-পিয়াজের দামও।

 


ক্রেতারা বলছেন, সাধারণত শীতের সময় নতুন সবজির দাম কম থাকে। কিন্তু শীত আসার পর পরই কিছুদিন আগেও  ৮০-৯০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায়নি। তবে এখন কিছুটা দাম কমেছে।

 


বাজার ঘুরে দেখা যায়, ৩০ টাকা দরে পাওয়া যাচ্ছে ফুলকপি, কাঁচা মরিচের কেজি এখন ১২০-১৫০ টাকা, টমেটো কেজি প্রতি ৬০ টাকা,লাউ ৮০ টাকা, সিমের কেজি ৮০ টাকা, চিকন বেগুন ৪০টাকা ও মোটা বেগুন ৮০ টাকা কেজি,  বাধাকপি ৪০ টাকা, গাজর কেজি ৪০ টাকা, শষা প্রতি কেজি ৪০ টাকা, মুলা কেজি ৪০ টাকা, করলা ৫০ টাকা কেজি, ধুন্দল কেজি ৮০ টাকা, কচুরমুখী ৭০ টাকা কেজি। পেয়াজের বাজারে দাম কিছুটা কমেছে বলে জানান বিক্রেতারা।

 

 

রসুনের দামেও যেন হতাশা আগের মতোই। দেশি পেয়াজের দাম কেজি প্রতি বিক্রি হচ্ছে ৯০ টাকা করে এবং পাল্লা ৪৫০ টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে এবং আমদানি করা রসুন কেজি প্রতি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

 

 

আদা কেজি প্রতি বিক্রি হচ্ছে ২২০টাকায়। এদিকে নতুন আলুর দাম কিছুটা কমেছে । ১ সপ্তাহ আগে যেখানে নতুন আলু বিক্রি হয়েছিল ২৮০-৩০০ টাকা দরে, এখন তা পাল্লা হয়েছে ২৬০ টাকা।

 


গফুর নামে এক সবজি  বিক্রেতা বলেন, মূলত এখন দাম কমার একটি কারন হলো শীতকালীন সবজির  সরবরাহ বেড়েছে। আর এখন বিক্রিও হচ্ছে ভালো,দেখা যায় সকালে আনা সবজি দুপুরের আগেই বিক্রি হয়ে যায়। আরেক সবজি বিক্রেতা বলেন, ফুলকপি, বাধাকপির পাশাপাশি নানা ধরনের সবজি ও শাকের বিক্রি বেড়েছে। পেয়াজের কেজি যেখানে ১৫০ টাকা ক্ের বিক্রি হয়েছে এখন তা কমে ৯০ টাকা হয়েছে।

 


এদিকে মাংসের বাজারে দাম আগের মতোই রয়েছে। ব্রয়লার মুরগি কেজি ১৯০ টাকা, সোনালি কক ৩২০ টাকা, দেশি মুরগি ৫২০ টাকা কেজি। গরুর মাংস কেজি বিক্রি হচ্ছে ৭৫০ টাকা ও খাসির মাংস প্রতি কেজি ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন