Logo
Logo
×

বিশেষ সংবাদ

কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:৫৮ পিএম

কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম
Swapno

 


আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ইতিমধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। আজ রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে গতকাল বিকেল থেকেই নারায়ণগঞ্জের ৫টি আসনের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

 

 

ভোরের শীত ও কুয়াশা উপেক্ষা করেই সরঞ্জাম বিতরণ কেন্দ্রে উপস্থিত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শনিবার (৬ জানুয়ারি) সকাল ৯টার পর থেকেই একে একে প্রতিটি কেন্দ্রেই দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারের হাতে তুলে দেওয়া হয় ব্যালট বাক্স, অমোচনীয় কালি, স্ট্যাম্পসহ বাকি সরঞ্জাম।

 

 

প্রসঙ্গত: নারায়ণগঞ্জে বর্তমানে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৫০ হাজার ৬৯১ জন। গত ৫ বছরে ভোটার বেড়েছে ২ লাখ ৩৭ হাজার ৬৯ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৭৮২টি। ভোট কক্ষ ৪ হাজার ৯৮৩টি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন