সমাজকে মাদক মুক্ত রাখতে খেলার বিকল্প কিছু নেই : রফিক মেম্বার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ০১:২২ পিএম
গতকাল গোগনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ফায়ার ফাইটার এর উদ্যোগের ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন, বেলবন স্টার ও ফায়ার ফাইটার দুইট দল। তাদের মাঝে বেলবন ০ ও ফায়ার ফাইটার ১ গোলে বিজয় লাভ করে। গোল প্রধান করেন মোঃ বিজয়। গতকাল শুক্রবার বিকালে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, মোঃ জিতু শেখ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ৩বারের নির্বাচিত সফল মেম্বার শেখ মোঃ রফিকুল ইসলাম রফিক। শেখ রফিকুল ইসলাম রফিক মেম্বার বলেন, আপনারা যে দুই দল খেলছেন তারা সকলে আমার এলাকার লোক। আপনারা যে সুন্দর করে খেলাটা শেষ করেছেন তাই সকলকে অনেক ধন্যবাদ।
আমাদের সমাজকে ভালো ও সুস্থ রাখতে সব সময় খেরা ধুলা করেতে হবে। যারা এ খেলার আয়োজন করেছেন তাদের অনেক ধন্যবাদ জানাই। আমি চাই এ ধরনের আয়োজন আপনারা আরো বেশি করে করবেন। আমরা চাই আমাদের নতুন প্রজম্ম যাতে মাদক এর দিকে না যায়। মাদক থেকে ধুরে থাকতে হলে আমাদের বেশি বেশি করে খেলা আয়োজন করতে হবে।
উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন, আহমেদ রাইসুল,আহমেদ খাইরুল,ইমন,বিজয়, শাওন, আকছাদ, রোহান, সাফাক, মারুফ, তারেক ও অপু।
এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,বিল্পন হোসেন হাবু ৬ নং ওয়ার্ড মেম্বার গোগনগর ইউনিয়ন পরিষদ, মো: জাহাঙ্গীর হোসেন ৭ নং ওয়ার্ড মেম্বার গোগনগর ইউনিয়ন পরিষদ, মো: লিটন মিয়াজি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, নাসির মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, জাহাঙ্গীর মিয়াজি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মো: দেলু হোসেন প্রোপ্রাইটর মের্সাস শাকিল ট্রেডার্স, মো: তোফাজ্জল হোসেন সাবেক মেম্বার ৭ নং ওয়ার্ড, সহ স্থানীয় নেতৃবৃন্দ।


