Logo
Logo
×

বিশেষ সংবাদ

নাসিক মেয়রের উদ্যোগে ৪নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম

নাসিক মেয়রের উদ্যোগে ৪নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
Swapno


ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা বাতাস আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।

 

 

গতকাল শনিবার (১৩ জানুয়ারী) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর উদ্যোগে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল ও শিমরাইল টেকপাড়া এলাকায় তিন শতাধিক অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কাউন্সিলর হাজী মো: নুর উদ্দিন মিয়া। এসময় সার্বিকভাবে সহযোগিতা করেন, সামাজিক সংগঠন আলোকিত শিমরাইলের সদস্যবৃন্দ।

 

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: নুর উদ্দিন মিয়ার নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, নাসিক ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মো: আলী হোসেন আলেক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নিজাম উদ্দিন নিজাম।

 

 

হাজী মো: ইউসুফ, সালামত উল্লাহ, মো: ওমর, টিপু সুলতান, যুব মহিলা লীগ নেত্রী সুমি বেগম, আলোকিত শিমরাইলের সভাপতি মো: ফরহাদ, সহ-সভাপতি আব্দুল মান্নান প্রধান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

 


এসময় কাউন্সিলর হাজী মো: নুর উদ্দিন মিয়া জানান, সারাদেশের ন্যায় বয়ে যাওয়া তীব্র শীতে নাকাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অসহায় ও দুস্থ নাগরিকদের শীতের কষ্ট লাগব করতে মেয়র মহোদয় উদ্যোগ গ্রহণ করেছেন। আজ আমার ওয়ার্ডবাসীর মাঝে মেয়রের পক্ষ থেকে বরাদ্দকৃত কম্বল বিতরণ করেছি। আগামী দিনেও তা অব্যাহত থাকবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন