উপজেলা নির্বাচনে সদরে শাহ নিজাম প্রার্থী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫৯ পিএম
# প্রার্থী হওয়ার ইচ্ছা সবারই থাকে, দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত : শাহ নিজাম
মার্চের প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জ সহ সারা দেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক জানিয়েছেন আগামী মার্চের প্রথম সপ্তাহেই দেশে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। সেই হিসাবে নারায়ণগঞ্জ জেলায়ও পাঁচটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা পাঁচটি হলো নারায়ণগঞ্জ সদর, বন্দর, সোনারগাঁও, আড়াইহাজার এবং রুপগঞ্জ। তাই তিনি এখনই আসন্ন এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য উপস্থিত সবাইকে প্রস্তুতি নেয়ার জন্য আহবান জানান। গতকালের আইনশৃঙ্খলা কমিটির সভায় গত ৭ জানুয়ারীর নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়।
এদিকে এবার আসন্ন এই উপজেলা নির্বাচনে কারা নির্বাচন করবেন এ নিয়ে আরো আগে থেকেই ব্যাপক জল্পনা-কল্পনা রয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জ সদর উপজেলায় কে পাবেন আওয়ামী লীগের মনোনয়ন এটা নিয়ে প্রশ্ন রয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকার মানুষ এই উপজেলায় চেয়ারম্যান পদে পরিবর্তন চাইছে।
কেনোনা বিগত পনেরো বছর ধরে এখানে যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি হলেন এডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস। কিন্তু তিনি এলাকার সাধারণ মানুষের তেমন কোনো কাজেই আসছেন না। তাই এলাকাবাসী একজন এ্যকটিভ চেয়ারম্যান চাইছেন। কারণ আজাদ বিশ^াস বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এবার বিএনপি অংশগ্রহণ করবে না বলেই ধারণা করা হচ্ছে।
এদিকে বেশ অনেক দিন ধরেই নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে শাহ নিজামের নাম শোনা যাচ্ছে। এই তাই এই উপজেলার জনগণের মতে শাহ নিজাম চেয়ারম্যান হলে এলাকাবাসী একজন এ্যাকটিভ চেয়ারম্যান পাবেন এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান তার সহায়তায় এলাকায় পরিকল্পিত উন্নয়ন করতে সক্ষম হবেন। তাই আসন্ন নির্বাচনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।
এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম যুগের চিন্তাকে বলেন, ‘প্রার্থী হওয়ার ইচ্ছা সবারই থাকে, দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এস.এ/জেসি


