ইব্রাহীম (১৫) নামে একজন বুদ্ধি প্রতিবন্ধী গতকাল রবিবার(১৪ জানুয়ারি) আনুমানিক সকাল সাড়ে ১০ টার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হারিয়ে গেছে।
তার বাড়ি নারায়ণগঞ্জ বন্দর থানাধীন ৪৬ নং দক্ষিন সল্পের চক। ইব্রাহীম (১৫) এর উচ্চতা আনুমানিক ৫ ফুট ০৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, চুলের রং কালো ও ছোট। পরনে ছিলো খয়েরি রং এর জ্যাকেট ও কালো টাউজার।
এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জি.ডি এন্ট্রি করা হয়েছে। জি.ডি নং (৬৩৮) তারিখ ১৪/০১/২০২৪।
তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে উপরের ঠিকানায় বা ০১৬৩২১৩৬২৫০ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এস.এ/জেসি


