Logo
Logo
×

বিশেষ সংবাদ

শামীমের আস্থাভাজনদের মধ্যে ব্যাপক লড়াইয়ের আভাস

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৩৫ পিএম

শামীমের আস্থাভাজনদের মধ্যে ব্যাপক লড়াইয়ের আভাস
Swapno

 

ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি যেনো সোনার হরিন। এ পদে আসতে মুখিয়ে ছিলো শামীম ওসমানের আস্থাভাজনের তালিকায় থাকা একাধিক নেতা। তবে সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে এ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের হস্তক্ষেপে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয় তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনকে। অতঃপর তিনি চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন।  

 

এ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এর স্থায়িত্বকাল দুইবছর ও হয়নি। আকস্মিক মৃত্যু ঘটে তার। লুৎফর রহমান স্বপনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান -০১ নজরুল ইসলাম সেলিম।

 

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী যদি কোনো পরিষদের চেয়ারম্যান বা মেম্বার এর পদ মৃত্যু ,পদত্যাগ, অপসারন কিংবা অন্য কোনো কারনে মেয়াদ শেষ হওয়ায় কমপক্ষে ১৮০ দিন পূর্বে শেষ হয় তবে সেই স্থানে শূন্যস্থান হওয়ার তারিখ থেকে ৯০ দিনের মধ্যো অবশিষ্ট মেয়াদের জন্য শূন্য পদে নির্বাচন করতে হবে। এই আইন অনুযায়ী ফতুল্লা ইউনিয়ন পরিষদ উপনির্বাচন ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংসদ নির্বাচনের কারনে ১২০ দিনেও হয়নি কাঙ্খিত উপনির্বাচন।

 

তবে ২৪ জানুয়ারী (বুধবার) নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গির আলম নির্বাচনের তফসিল ঘোষনা করেন। ঘোষনা অনুযায়ী আগামী ৯ মার্চ সর্বমোট ২৩১ টি পৌরসভা, বিভিন্ন সিটি কর্পোরেশনের ওয়ার্ড, ইউনিয়ন ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ঘোষণার পরপরই ফতুল্লা ইউপির উপনির্বাচন নিয়ে আশার আলো উঁকি দেয়।

 

সূত্র মতে, ৯ মার্চ সারাদেশের বিভিন্ন জায়গায় হতে যাওয়া নির্বাচনের সাথে এদিন এই উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। তবে সব ছাপিয়ে আলোচনায় ফতুল্লায় শামীম ওসমানের আস্থাভাজনদের চেয়ারম্যান এর চেয়ার নিয়ে লড়াই। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বলেছেন আপাতত স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে মনোনয়ন দেওয়া হবেনা।

 

তিনি বলেন এতে ভোট অংশগ্রহনমূলক ও উৎসবমুখর হবে। যিনি জনপ্রিয় প্রার্থী তিনি জয়ী হয়ে আসবেন। শামীম ওসমানের আস্থাভাজনদের ফতুল্লার ইউপির চেয়ার নিয়ে যে তীব্র লড়াই হবে তা  এ ঘোষনা থেকেই আভাস পাওয়া যায়। কেননা, বেশ কয়েকজন চেয়ারম্যান এর চেয়ারে বসার বসার জন্য মুখিয়ে আছেন বহু আগে থেকেই।

 

তথ্যমতে, এ উপনির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী , ফতুল্লা থানা আ’লীগের ১ নং সদস্য আবু শরীফুল হক, ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক ফাইজুল ইসলাম ও ফতুল্লা থানা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন। এ চার প্রার্থীর প্রত্যেকেই শামীম ওসমানের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত। তারা প্রত্যেকেই প্রতিটি রাজনৈতিক কর্মসূচীতে শামীম ওসমানের ডাকে সফলভাবে সারা দিতো। তবে এবার ফতুল্লা ইউপির উপনির্বাচনকে ঘিরে তারা নিজেদের মধ্যো করতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা।

 

এ ব্যাপারে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী বলেন, জদি এবারের সংসদ নির্বাচনের মতো ইউপির নির্বাচন হয়  এবং দল জদি আমাকে বহিস্কার না করে তবে দলীয় মনোনয়ন না দিলেও আমি নির্বাচন করবো। তবে যেহুতু  সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলীয় প্রতিকে নির্বাচন হবে না সেহুতু মীর সোহেল আলী নির্বাচনে আসবেন বলে নিশ্চিত ভাবে বলা যায়।

 

এ ব্যাপারে ফতুল্লা থানা আওয়ামীলীগের ১ নং সদস্য হাজী আবু মো. শরিফুল হক বলেন, জদি উন্মুক্ত নির্বাচন হয় তবে আমি নির্বাচনে অংশগ্রহন করবো। দলীয় নমিনেশন ব্যবস্থা থাকলে দলের  সিদ্বান্ত যা হবে মেনে নিবো। উন্মুক্ত নির্বাচন হলে আমি চেয়ারম্যান পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবো।

 

এ ব্যাপারে ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক ফাইজুল ইসলাম বলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো। দলীয় মনোনয়ন পদ্ধতি থাকলে দল থেকে মনোনয়ন প্রত্যাশা করবো। জদি মনোনয়ন না দেয় তবে দল থেকে বহিষ্কার না করার শর্তে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবো। আর যদি উন্মুক্ত নির্বাচন হয় তবে চেয়ারম্যান পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবো।

 

এ ব্যাপারে ফতুল্লা থানা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফরিদ আহমেদ লিটন বলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো। জদি উন্মুক্ত নির্বাচন হয় এবং দলীয় ভাবে কোনো বিধিনিষেধ না আরোপ করা হয় তবে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়বো।

 

এ ব্যাপারে স্থানীয় সরকারের উপ-পরিচালক যুগের চিন্তাকে জানান, এ ইউনিয়নের উপ নির্বাচনের প্রয়োজনীয় তথ্য আমরা নির্বাচন কমিশনে পাঠিয়েছি। তারা যখন বলবে আমরা সে নির্দেশ মতো নির্বাচন করবো। তবে ফতুল্লা ইউপির উপ নির্বাচনকে ঘিরে স্থানীয়দের আগ্রহের কমতি নেই। তারা শামীম অনুসারীদের নিজেদের মধ্যাকার লড়াই দেখতে মুখিয়ে আছে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন