নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:১৮ পিএম
নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নাচে-গানে আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। এসময় পিঠা উৎসব অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন এম.কে বাশার।
আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ুম, বিএসবি ফাউন্ডেশন কোঅর্ডিনেটর মো.আনিসুর রহমান, কলেজ শাখার কোঅর্ডিনেটর আবু নাইম মোস্তফা, স্কুল শাখার কোঅর্ডিনেটর লাইলুন নাহার, প্রাথমিক শাখার কোঅর্ডিনেটর ইউনুস আলী, প্রাথমিক শাখার কোঅর্ডিনেটর উম্মে সালমা স্বর্ণা সহ প্রমুখ।


