এক বছরে না.গঞ্জে ৫৬৩ অগ্নিদুর্ঘটনা
নুরুন নাহার নিরু
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:০৫ পিএম
২০২৩ সালে নারায়ণগঞ্জে ৫৬৩ টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান ৬ কোটি ৮৭ লক্ষ ২৫ হাজার। ফায়ার সার্ভিস তৎপরতায় অগ্নিকান্ডের কবল থেকে উদ্ধার করা হয়েছে একশো ৫কোটি ৬ লক্ষ ৩০ হাজার টাকার সম্পদ। শিল্প প্রতিষ্ঠান সংঘটিত অগ্নিকান্ডের দূর্ঘটনা ঘটেছে ৫৫ টি এর মধ্যে আহতের সংখ্যা ৪ জন আর নিহতের সংখ্যা ১ জন।
অন্যদিকে গ্যাস দূর্ঘটনার ঘটনা ঘটেছে ৫টি ও সিলেন্ডার দূর্ঘটনা ঘটেছে ১ টি। এতে গ্যাস দুর্ঘটনায় আহতের সংখ্যা ২৮ জন এবং সিলিন্ডার দূর্ঘটনায় আহত হয়েছেন ২জন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যানবাহনের দূর্ঘটনা জনিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৪টি। এতে সম্পদ পুড়েছে ৫ লক্ষ ৫০ হাজার। উদ্ধার হয়েছে ৩২ লক্ষ ১০ হাজার টাকার সম্পদ। অজ্ঞাত কারনে অগ্নিদূর্ঘটনা ঘটেছে ৯৮টি। জানমালের ক্ষতি ৬ লাখ ৯৭ হাজার টাকার। উদ্ধার হয়েছে ১ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকার সম্পদ। গ্যাস লাইনের দূর্ঘটনা ৯৭ টি। জানমালর ক্ষতি হয়েছে ২১ লক্ষ ৮৫ হাজার টাকার। উদ্ধার হয়েছে ৯০ লক্ষ টাকার সম্পদ।
সিলেন্ডার ও বয়লার বিস্ফোরণের অগ্নিকান্ডের ঘটনা ৯ টি। ক্ষতি ১ লাখ ৫০ হাজার। সম্পদ উদ্ধার ১২ লাখ টাকার। রাসায়নিক বিক্রিয়ার দূর্ঘটনা ঘটেছে ১ টি। ক্ষতি নেই। মেশিনের মিস ফায়ার থেকে অগ্নিকান্ডের ঘটনা ৩ টি। ক্ষতি ২০ হাজার, উদ্ধার হয়েছে ৫০ হাজার টাকার সম্পদ। মাত্রাতিরিক্ত তাপ অথবা উচ্চতাপ অগ্নিদূর্ঘটনা ১৭ টি। ক্ষয়ক্ষতি ৭ লাখ ৬৬ হাজার। ৮০ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকার সম্পদ রক্ষা।
সূত্র মতে, শত্রুতামূলক ও উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক অগ্নি সংযোগ থেকে সৃষ্ঠ অগ্নিকান্ড ১৪ টি। ক্ষতি ১ লাখ ৬৫ হাজার। ৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রক্ষা। যন্ত্রাংশে ঘর্ষন জনিত কারণে অগ্নিকান্ড ১০টি। ক্ষয়ক্ষতির পরিমান ১ লাখ ৫০ হাজার। ৯ লাখ ১৮ হাজার টাকার সম্পদ উদ্ধার। বিড়ি- সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে অগ্নিকান্ড ৬৬ টি। ক্ষতি ১ লাখ ৭০ হাজার, ২১ লাখ ২০ হাজার টাকার সম্পদ রক্ষা।
বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ড ১৯৮ টি। ক্ষয়ক্ষতির পরিমান ৪ কোটি ৯৮ লাখ ৭১ হাজার টাকার। ১৬ কোটি ৫০ লাখ ৪৫ হাজার টাকার সম্পদ উদ্ধার। ইলেকট্রিক, গ্যাস, মাটির চুলা থেকে সৃষ্ট অগ্নিকান্ড ২৫ টি। ১ লাখ ৪৮ হাজার টাকার ক্ষতি। ৩ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ উদ্ধার।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ এর সাথে মুঠোফোনে অধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোনকলটি রিসিভ করেননি। এস.এ/জেসি


