জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের গৌরবের শতবর্ষ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৮:৩১ পিএম
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের গৌরবের শতবর্ষ বিভিন্ন প্রকার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। গতকাল (২৬ জানুয়ারী) শুক্রবার সকাল সাড়ে আটটায় বিদ্যালয়টির শত শত প্রাক্তন ছাত্রদের নিয়ে ম্যানেজিং কমিটির উদ্যোগে স্কুল প্রাঙ্গন থেকে ব্যানার, প্লাকার্ড, সজ্জিত একাধিক ঘোড়ারগাড়ী এবং বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলাউদ্দিন খান জিমখানা স্টেডিয়ামে অনুষ্ঠান স্থলে গিয়ে শেষ হয়। র্যালী শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হায়দার আলী পুতুলের সভাপতিত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী জাতীয় পতাকা উত্তোলন করে শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এ.কে.এম সেলিম ওসমান শারীরীক অসুস্থ্যতার কারণে অনুষ্ঠানে আসতে পারছেন না এমন বার্তায় তার অনুপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র ডক্টর মোঃ দিদার উল আলম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার)।
সাবেক সংরক্ষিত সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা বাবলী, নাসিক প্যানেল মেয়র ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, সাবেক জাতীয় ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন, বিশিষ্ট শিল্পপতি বাবু পরিতোষ কান্তি সাহা,বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ফকির আকতারুজ্জামান ও এস.কে ওয়াজেদ আলী বাবুল।
বীরমুক্তিযোদ্ধা ও আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি আলহাজ্ব নুর উদ্দিন আহমেদ,নারায়নগঞ্জ জেলা যুবলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বিশিষ্ট সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ হোসেন বাদল ও আলহাজ্ব বোরহান উদ্দিন মিয়া, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব নুর মোহাম্মদ ও সাবেক প্রধান শিক্ষক মোহাঃ তোরিকুল ইসলাম। খালিদ হাসানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য হাজী গোলাম ফারুক, আব্দুর রহিম, আকবর হোসেন সুমন প্রমূখ।
শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে সারাদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে রেজিষ্ট্রেশনকৃত মোট ১০৭০ জন প্রাক্তন ছাত্র ও নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের স্মৃতিচারণ এবং ফটো সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ গ্রহন করে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের অন্যতম ব্যান্ড দল শাফিন আহমেদের ভয়েজ অব মাইলস এবং এনজি রকার্স।


