Logo
Logo
×

বিশেষ সংবাদ

দুই মন্ত্রীকে মেয়র আইভীর ফুলেল শুভেচ্ছা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:১৩ পিএম

দুই মন্ত্রীকে মেয়র আইভীর ফুলেল শুভেচ্ছা
Swapno


নতুন মন্ত্রিসভার দুই সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তাঁরা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এই দুই মন্ত্রীর দপ্তরে পৃথকভাবে সাক্ষাৎ করেন তিনি।  

 

 

এসময় মেয়র আইভী দুই মন্ত্রীর কাছে নারায়ণগঞ্জ সিটির উন্নয়নে সহযোগিতা কামনা করেন।   মেয়র আইভী বলেন, নগর জলবায়ু কর্মপরিকল্পনা গ্রহণকারী প্রথম বাংলাদেশি শহর নারায়ণগঞ্জ। জলাশয় রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধান নদী ও খালের তীরে বন, জলাভূমি এবং বিনোদনমূলক সবুজ স্থানসহ ইকো-পার্ক, ইকোলজিক্যাল জোন নির্মাণের কাজ করছে সিটি কর্পোরেশন।

 

 

নগর পরিকল্পনায় দুই মন্ত্রণালয়ের সাথে আমরা আরও নিবিড়ভাবে কাজ করতে চাই। শপথগ্রহণের পর তাই মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছি।  এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন