ভোক্তাদের স্বস্তির দুদিন না কাটতেই আবারও বাজারে অস্বস্তির দিন এসে হাজির। দেশি পেঁয়াজের দাম ফের শতক ছাড়িয়েছে। ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে ভালো মানের পেয়াজ। এতে আবারও বিপাকে পরেছে ক্রেতারা। ক্ষোভ প্রকাশ করে বলছেন নানা ধরনের কথা। খুচরা বিক্রেতারা বলছেন, আড়ত থেকে বেশি দামে কিনতে হচ্ছে পেয়াজ যে কারনে বাড়তি দামেই বিক্রি করছেন তারা।
তবে বাজারকে নিয়ন্ত্রন রাখতে নারায়ণগঞ্জ ভোক্তা অধিদপ্তরের চলছে আপ্রাণ চেষ্টা। এদিকে গত বছর নভেম্বর ও ডিসেম্বরে ভারত থেকে আমদানি বন্ধ করে দেওয়া বাজারে হু হু করে বাড়তে থাকে পেয়াজ দাম। বছরের প্রথম মাসে (জানুয়ারিতে) বাজারে মড়ি কাটা পেয়াজের সরবরাহ বাড়ায় কিছুটা দাম কমে ৮০-৯০ টাকা দরে বিক্রি হচ্ছিল। কিন্তু নতুন করে পেয়াজের দাম আবার বেড়েছে। নতুন করে বাড়তে বাড়তে কেজিতে খুচরা পর্যায়ে শতকের বেশি ছাড়িয়েছে এর দাম।
গতকাল বাজার ঘুরে দামবৃদ্ধির এই চিত্র দেখা যায়, বাজারে পেয়াজের অধিকাংশ দোকানগুলোতে প্রতি কেজি নতুন পেয়াজ বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা দরে। পুরাতন পেয়াজ বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকা দরে।
দাম বাড়ার কারণ জানতে চাইলে বিক্রেতা হারুন মিয়া বলেন, বাজারে যো পেয়াজ ছিলো (মুড়ি কাটা) সেই পেয়াজ বাজারের ব্যবসায়ীদের কাছে প্রায় শেষ। নতুন পেয়াজ সরবরাহ হতে কিছুটা সময় লাগবে। এন. হুসেইন রনী /জেসি


