রাস্তা দখল করে বন্ধন-উৎসব বাস
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৭ পিএম
# পরিবহন মালিকদের লাগাম টানবে কে
# রাস্তায় কেন বাস থাকবে : সেলিম ওসমান
# জুয়েল, আইয়ুব, সানাউল্লাহ ওসমান পরিবারের অনুগত
সদ্য অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এখনো মাস শেষ হয় নাই। কিন্তু নির্বাচনের পর নানা ইস্যুতে নারায়ণগঞ্জ শহর উত্তপ্ত হয়ে রয়েছে। গত কয়েকদিন যা ঘটে গেল তা নারায়ণগঞ্জে ঝড়ো হাওয়া বললে ভুল হবে না। এক দিকে প্রভাবশালী এমপি শামীম ওসমানের ডাকে মাদক, সন্ত্রাস,চাদাঁবাজ,ভুমিদস্যু ইভটিজিংয়ের বিরুদ্ধে সমাবেশ।
অপরদিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থিত নাসিম ওসমান মেমোরিয়াল অ্যামিউজমেন্ট পার্কে (নম পার্ক) টিকেট কাউন্টার বসিয়ে জুয়ার আসরসহ বিভিন্ন ক্যাটাগরীতে লাকি কুপন বিক্রি হচ্ছে এবং অশ্লীল কর্মকাণ্ড হচ্ছে। যার প্রতিবাদ করেছেন প্রয়াত সাংসদ পুত্র আজমেরী ওসমান। নমপার্কের জুয়ার লটারি বন্ধের বিষয়ে সাংসদ সেলিম ওসমানের হুঁশিয়ারি দেয়ার পর তা এক মুহুর্ত্বে বন্ধ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন শাহ নিজাম।
তাছাড়া প্রশাসনের বিরুদ্ধে সংসদে প্রশ্ন তোলেন এমপি শামীম ওসমান। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৪২ লাখ টাকা উদ্ধারে সার্ভেয়ার কাউসার গ্রেপ্তার কাণ্ডে শহর জুড়ে তোলপাড়। তার পরপরই পরিবহন সেক্টর নিয়ে হুঙ্কার দেন এমপি সেলিম ওসমান। তিনি প্রশ্ন তুৃলেন রাস্তায় কেন বাস রাখবে? কারা সড়ক দখল করে বাস রাখে?
এদিকে নগরবাসী যাানজট, রাস্তা দখল, ফুটপাত দখল সহ জেলার নানা সমস্যা নিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে গোল টেবিল বৈঠক করবে আজ। এখানে জেলার ৫টি আসনের সংসদ সদস্য, জেলার ডিসি, এসপি, নাসিক মেয়র, সাংবাদিকসহ সচেতন নাগরিক উপস্থিত থাকবেন। আলোচনায় শহরের রাস্তা দখল নিয়েও আলোচনা উঠবে। পরিবহনের মালিকদের রাস্তা দখলের যে অনিয়ম নিয়ে সাংসদ সেলিম ওসমান প্রশ্ন তুলেছেন তা সময় উপযোগী প্রশ্ন। এক প্রশ্ন নগরবাসীও তুলেছেন।
এ প্রসঙ্গে এমপি সেলিম ওসমান এক সভায় বলেন, নারায়ণগঞ্জ হাই স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা কেন সঠিক সময়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারে না। কারণ রাস্তায় যানজট লেগে থাকে। রাস্তায় কেন বাস রাখবে। যতক্ষন পর্যন্ত চলাচলের ব্যবস্থা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত দুর্নীতি বন্ধ করতে পারবো না। চলাচলের জায়গাটা পরিষ্কার রাখতে হবে।
অপরদিকে দেখা যায়, নারায়ণগঞ্জ শহরের কালিবাজার থেকে ১নং রেলগেট পর্যন্ত সিরাজউদ্দৌলা রোড দিনের বেলায় দখল করে রাখে হকাররা। আর সন্ধ্যার কিছুক্ষণ পর থেকে সকাল ৮টা পর্যন্ত এই সড়কটি বন্ধন-উৎসব বাস পার্কিং করে রাস্তা দখল করে নৈরাজ্য সৃষ্টি করছে বলে নগরবাসীর অভিযোগ। বাসগুলো রাস্তা দখল করে রাখায় জনগণ চলাচলে বাধাগ্রস্থ হচ্ছে। দিনের বেলায় যেমন চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে যানজট তৈরী হয় তেমনি রাতের বেলা ৯টার পরেও শহরে যানজট সৃষ্টি হয়।
এই যানজটের কারণে মানুষ ভোগান্তির শিকার হয়। সন্ধ্যার পরে পরিবহন গুলো সড়ক দখল করে রাখায় রাতের বেলায়ও মানুষের চলাচল করতে কষ্ট করতে হয়। এছাড়া নগরীর ২ নম্বর রেলগেট থেকে ১ নম্বর রেলগেট হয়ে বাস টার্মিনাল পর্যন্ত সারিবদ্ধভাবে উৎসব-বন্ধন পরিবহন বাস পাকিং করে রাস্তা অবৈধভাবে দখল করে রাখে।
স্বাভাবিক ভাবে রাতের বেলা রাস্তা ফাঁকা থাকে। কিন্তু সচেতন মহলের মতে উৎসব-বন্ধনের কারণে হরহামেশায় সড়কে বিশৃঙ্খলা তৈরী হয়ে আছে। কিন্তু তাদের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা না নেওয়ায় তারাও মানুষকে দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছে। এতে করে পরিবহন মালিকদের পার্কিং করার জন্য যে খরচ লাগে তা বেচে যায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নারায়ণগঞ্জ শহরের চারারগোপ থেকে ১নং রেলগেট সংলগ্ন এলাকায় অবৈধভাবে বাসস্ট্যান্ড তৈরি করেছে বন্ধন উৎসব। কালিবাজার থেকে শুরু করে ১নং রেলগেট বাসস্ট্যান্ড পর্যন্ত পুরো রাস্তাটি দখল করে রেখেছে। সড়কটির পাশে রয়েছে নারায়ণগঞ্জ কলেজ এবং নারায়ণগঞ্জ হাই স্কুল। স্কুল-কলেজ আগত ছাত্র-ছাত্রীরা প্রতিষ্ঠানে আসতে বাধাগ্রস্থ হচ্ছে। যেখানে ৫ মিনিট সময় লাগে প্রতিষ্ঠানে আসতে সেখানে ৬০ মিনিট সময় লাগে। বন্ধন উৎসব বাসের নৈরাজ্যের কারণে থেকে শহরবাসীও মুক্তি পান নাই।
নারায়ণগঞ্জ কলেজের ছাত্রী তানিয়া জানান, বন্ধন, উৎসব, বন্ধুসহ বাসের চালকেরা কলেজের সামনে পুরো রাস্তাটি দখল করে বাসস্ট্যান্ড বানিয়েছে। রিক্সা ও প্রাইভেটকার চলচাল করতে পারছে না। চরম দুর্ভোগে জনসাধারনসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা। সকালে কলেজ শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে গিয়ে তাদের পরিবহন রাখায় সঠিক সময়ে পৌঁছাতে পারেন না। এ নিয়ে চরম ক্ষোভে পরেছে শহরবাসীও।
খোঁজ নিয়ে জানা যায়, বন্ধন পরিবহনের চেয়ারম্যান হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন। উৎসব পরিবহনের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সানা উল্লাহ, এছাড়া বন্ধন পরিবহরে মালিক হয়ে পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে রয়েছেন কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী। এছাড়া শহিদুল্লাহ উৎসব পরিবহনের মালিক হিসেবে রয়েছেন।
তার প্রত্যেকেই এমপি শামীম ওসমানের অনুসারি। তবে জুয়েল হোসেন এমপি শামীম ওসমান ও সাংসদ সেলিম ওসমান সহ দুই কূল ম্যানেজ করে চলেন। প্রভাবশালী পরিবারের আশীবার্দ থাকায় তাদের বিরুদ্ধে তেমন কেউ কথা বলেন না। মাঝে মধ্যে নাসিক মেয়র আইভী ও সাংসদ সেলিম ওসমান হুঙ্কার দেন। কিন্তু কাজের বেলায় সমাধান কিছুই হয় না। তাছাড়া এই পরিবহন মালিকদের রাস্তা দখলের বিষয়ে পুলিশ প্রশাসনের ট্রাফিক বিভাগ যেন দেখেও না দেখার ভান ধরে রাখেন। তার নীরব ভুমিকায় থাকেন।
নারায়ণগঞ্জে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক রুহুল আমিন সাগর যুগের চিন্তাকে জানান, এবিষয়ে আজ প্রেস ক্লাবে বৈঠকের মাধ্যমে আলোচনা হবে। সেখানে তা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া পরিবহন গুলোর অনুমোদন আছে ২ নম্বর গেট পর্যন্ত কিন্তু সেখানে বাস রাখার মত কোন জায়গা নেই। তাছাড়া আমরা তাদের উচ্ছেদ করি, যে সকল পরিবহন রাস্তায় রাখে তাদের বিরুদ্ধে মামলা দেই তার পরেও তারা রাখে। গোলটেবিল বৈঠকে কি সিদ্ধান্ত হয় তা জানাবো।
বন্ধন পরিবহনের চেয়ারম্যান জুয়েল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। এছাড়া পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সাথে যোগযোগ করা হলে তার ফোন ব্যস্ত পাওয়া যায়। এস.এ/জেসি


