Logo
Logo
×

বিশেষ সংবাদ

নতুন ইতিহাস রচিত হলো

Icon

ইউসুফ আলী এটম

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৬ পিএম

নতুন ইতিহাস রচিত হলো
Swapno


ইতিহাস সৃষ্টি হলো নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্তাব্যক্তিরা এক টেবিলে বসতে বাধ্য হয়েছেন। বাধ্য হয়েছেন বলার পেছনে যুক্তি হলো, ক’দিন আগে নরায়ণগঞ্জ-৪ আসনের টানা ৩ বারের সংসদ সদস্য একেএম শামীম ওসমান স্থানীয় ওসমানী স্টেডিয়ামে ‘প্রত্যাশা’ নামক সংগঠনের ব্যানারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রশাসনের কর্তাব্যক্তিদের শরীক হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

 

 

কিন্তু তার ডাকে প্রশাসনের কর্তাব্যক্তিরা সাড়া দেননি। এতে বেজায় চটেছিলেন শামীম ওসমান। সেদিন তিনি প্রকাশ্যেই তাদের সমালোচনা করে বলেছিলেন, ‘আমার রাজনৈতিক জীবনে এতো বিব্রতবোধ কোনদিন হইনি। তাদের জানা উচিত, আমার নাম শামীম ওসমান। আমি কারো দয়া দাক্ষিণ্যে চলি না। আমি রাজপথে তৈরী হওয়া মানুষ। প্রশাসনের সদস্যরা কেনো আসেননি, এ প্রশ্ন আমি পার্লামেন্টের অধিবেশনে তুলবো।’

 


তবে প্রেসক্লাবের আহ্বানে প্রশাসনের কর্তাব্যক্তিরা সাড়া না দিয়ে পারেননি। জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে গোলটেবিলে অংশ নিয়ে তারা শহরের মূল সমস্যা যানজট ও হকারমুক্ত ফুটপাত নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন। যানজটের কারণ নির্ণয় করে তা নিরসনের উপায়ও বের করেছেন। পাশাপাশি ফুটপাতকে কীভাবে হকারমুক্ত রাখা যায়, এনিয়েও গোলটেবিল বৈঠকের বক্তারা খোলামেলা আলোচনা করেছেন।

 

 

সবার বক্তব্যের সারাংশ নিয়ে সর্বগ্রাহ্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ রোববার থেকেই এসব সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা খুব জোর দিয়েই বলেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক।

 


তবে সবকিছু ছাপিয়ে একটা গোলটেবিল বৈঠকের একটি বিরলদৃশ্য উপস্থিত সবাইকে আশ^স্ত করেছে। সাংবাদিকদের ডাকে অতীতের সব বিভেদ ভুলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভী এবং নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের পাশাপাশি চেয়ারে আসনগ্রহণ করেছিলেন। ভাইবোনের এই  সহাবস্থানকে সবাই ইতিবাচক হিসেবে দেখছেন।

 

 

স্মরণযোগ্য, কোন সভায় বক্তৃতা করার সময় আইভীর প্রসঙ্গ আসলেই শামীম ওসমান তাকে ছোটবোন বলে সম্বোধন করে থাকেন। শামীম ওসমান যখন আইভীকে লক্ষ্য করে বললেন, ও  দীর্ঘদিন যাবত আমার বড়ভাইকে বলে আসছে, সেলিম ভাই, আপনার ভাই শামীম ওসমান ফুটপাতে হকার বসিয়ে আসছে, আমি মাইন্ড করিনি। আমিও আইভীর সাথে কণ্ঠ মিলিয়ে বলি, নারায়ণগঞ্জকে হকারমুক্ত করতে হবে। হকার তাড়াতে গেলে আমার পক্ষ থেকে কোন বাধা আসবে না।’

 


মেয়র আইভীও বক্তৃতার সময় পজিটিভ কথাবার্তা বলেছেন। তাদের কথাবার্তা শুনে মনে হয়েছে, এমন দিন যদি সবসময় আসতো!  এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যদি নারায়ণগঞ্জবাসীকে সর্বদা ঘিরে রাখতো, তবে গোটা নারায়ণগঞ্জের চেহারাই পাল্টে যেতো।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন