বঙ্গবন্ধু ক্লাস্টারের পিঠা উৎসব
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২০ পিএম
গতকাল ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ক্লাস্টারের আয়োজনে পিঠা উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উৎসবে বঙ্গবন্ধু ক্লাস্টারের মোট ১৯টি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। নগরীর বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই পিঠা উৎসবের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। পিঠা উৎসবে আগত ১৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাংলার ঐতিহ্য বিভিন্ন পিঠাপুলির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
উৎসবে আগত শিক্ষকবৃন্দ হরেক প্রকারের পিঠা নিয়ে স্টল সাজিয়ে বসেন।এবং দেশীয় বিভিন্ন পিঠাপুলি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।এ সময় পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন উৎসবে আগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম সহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, সহকারী জেলা প্রাথমিক কর্মকর্তা এ এন এম মাহবুবুল আলম,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ জাহানারা খানম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহম্মদ শওকত উল্লাহ সহ অন্যান্য ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ। এন. হুসেইন রনী /জেসি


