নগরীর ব্যস্ততম শায়েস্তা খান সড়ক দখলমুক্ত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২১ পিএম
নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক শায়েস্তা খান রোড। পুরাতন কোর্ট এলাকার এই সড়কে আছে জেলা শিল্পকলা একাডেমী, জেলা গণগ্রন্থাগার, র্যাবের ক্যাম্প, প্রধান ডাকঘর। আছে বেশ কয়েকটি ব্যাংকসহ বিপণি বিতান 'ফ্রেন্ডস মার্কেট'। কিন্তু সড়কটি দখল করে স্থায়ী দোকানঘর নির্মাণ করে রেখেছিল হকাররা। তাই সকাল থেকে রাত পর্যন্ত যানজট ছিল এখানকার নিত্যসঙ্গী।
কিন্তু নারায়ণগঞ্জ প্রেসক্লাবে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গোল টেবিল বৈঠকের পর বদলে গেছে চিরচেনা সেই সড়কের চিত্র। গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে সেই সড়ক দখলমুক্ত করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ। সকালে সরেজমিনে দেখা যায় হকাররা স্থায়ীভাবে নির্মিত তাদের চৌকি আর চারপাশে ত্রিপল (তেরফাল) খুলে ফেলছে।
পাশে দাঁড়িয়ে আছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের একটি টহল দল। সড়ক দখলমুক্ত হওয়ায় এখন আর কোন যানজট নেই সেখানে। স্বস্তি ফেলছেন মার্কেটে আসা নারী ক্রেতা আর সড়ক ধরে হেঁটে যাওয়া পথচারীরা। এসময় তাদের অনেকেই জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে যেন পুনরায় সড়ক দখল না হয়ে যায় তার জন্য নিয়মিত নজরদারির তাগিদ দেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, আজকে নগরীর শায়েস্তা খান সড়ক দখলমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সড়ক দখলমুক্ত করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে। এন. হুসেইন রনী /জেসি


