Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফুটপাত হকার মুক্ত, তবে বন্ধ হয়নি অবৈধ পার্কিং

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১০ পিএম

ফুটপাত হকার মুক্ত, তবে বন্ধ হয়নি অবৈধ পার্কিং
Swapno


গত ৩-৪ দিন ধরে নারায়গঞ্জের দুই সংসদ সদস্য এবং সিটি মেয়রের গোল টেবিল বৈঠকের আলোচনার কার্যকর দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ নগরীতে। যানজট আর হকার মুক্ত রয়েছে নারায়ণগঞ্জে মূল বঙ্গবন্ধু সড়ক।

 

 

কিন্তু নগরীর হকার আর যানজট মুক্ত হলেও বন্ধ হয়নি ফুটপাতে মোটরসাইকেল বা অন্যান্য গাড়ি পার্কিং করা। এছাড়া সরানো হয়নি বিভিন্ন মার্কেটের সামনে অবৈধ স্থাপনা। এছাড়া উঠানো হয়নি বিভিন্ন রেস্তোরার এবং দোকানের বর্ধিত অংশ। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।  

 


গতকাল সরজমিনে গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জের চাষাড়া হতে শুরু করে বিভিন্ন ডায়াগনেস্টিক সেন্টারের পপুলার, মেডিনোভা এবং বিভিন্ন মার্কেটের সামনে (সমবায়, উকিলপাড়া, মার্ক টাওয়ার, নারায়ণগঞ্জ ক্লাব, ফজর আলী ট্রেড সেন্টাররের)  সামনে পাকিং করে রাখা হয়েছে। এর মধ্যে পপুলার, মেডিনোভা, মার্ক টাওয়ারের সামনে ফুটপাতের অংশে মোটর সাইকেল পার্কিং করে রেখেছে।

 

 

ফুটপাতে হকার মুক্ত করার কারনে নগরবাসী স্বস্তিতে প্রকাশ করলেও এসব অবৈধ পাকিংয়ের কারনে শান্তিতে চলাচল করতে পারছে না। এছাড়া বিভিন্ন রেস্তোরা আলম কেবিন, সুগন্ধা প্লাস, হোয়াইট হাউসসহ বেশ কয়েকটি রেস্তোরার মালিকরা তাদের রেস্তোরার বর্ধিত অংশ ফুটপাতে রেখেছে। এগুলোর সরানোর ব্যাপারে প্রশাননের কোনো কার্যকর চোখে পরেনি।

 


নগরবাসি বলেন, ফুটপাত পুরোপুরি ভাবে এখনোও দখলমুক্ত হয়নি। হকারদের যদি উচ্ছেদ করা হয় তাহলে কেন এখনও দোকারদার এবং হোটেলগুলোর মালিকরা যে অবৈধভাবে তাদের দোকানের বেশি অংশ ফুটপাতে রেখেছে। এগুলো কেনো এখনোও  উচ্ছেদ হয়নি। উচ্ছেদ করতে হলে সম্পূর্ণ করুক। এছাড়া ফুটপাতে হাটা যায় না এসব গাড়ি পাকিংয়ের জন্য মোটরসাইকেল আরোহীরা তাদের গাড়ি পার্কিং করে বসে থাকে।

 

 

এক জনের দেখাদেখি আরো ৫জন বসে। এভাবে যদি ফুটপাতটাই তারা দখল করে তাহলে মানুষ হাটবে কী সড়ক দিয়ে। ফুটপাত কি তাদের জন্য দেওয়া হয়েছে।

 

 

এছাড়া বঙ্গুবন্ধু সড়ক দিয়ে আমলাপাড়া প্রবেশের যে গলি সেখানে তারা বসে থাকে ফলে এই ছোট একটা গলির সামনে যানজট লেগে যায় আর এই পথ দিয়ে বিভিন্ন স্কুল আমলাপারা গার্লস, আদর্শ স্কুল আরো বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হয়। নিধার্রিত সময়ে ক্লাসে পৌছাতে পারবে না ভেবে উপায় না পেয়ে বাচ্চাকে নিয়ে অভিভাবকরা হেটেই রওনা দেয়।   এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন