Logo
Logo
×

বিশেষ সংবাদ

দুদকের গণশুনানি ৩ মার্চ  

Icon

লতিফ রানা

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৬ পিএম

দুদকের গণশুনানি ৩ মার্চ  
Swapno


# ভুক্তভোগীদের দুর্নীতির অভিযোগ শুনবে দুদক
নারায়ণগঞ্জে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্নীতির শিকার হয়েছেন বা হচ্ছেন, এবার সরাসরি তাদের অভিযোগ শুনবেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় ভুক্তভোগিদের উদ্দেশ্যে এই আয়োজন করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় নারায়ণগঞ্জের।

 

 

এই আয়োজন উপলক্ষে আগামী ৩ মার্চ সকাল ৯ টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে এক গণশুনানি অনুষ্ঠিত হবে। ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে হতে যাওয়া এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
 

 


নারায়ণগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে নারায়ণগঞ্জ জেলা সদরে অবস্থিত যে কোন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ দুর্নীতি বা হয়রানির শিকার হলে সেই ভুক্তভোগী জনগণ তাদের হয়রানির অভিযোগ গণশুনানিতে তুলে ধরতে পারবেন। এমনকি এই বিষয়ে কোন প্রমাণাদি থাকলে তা-ও সেখানে তুলে ধরতে পারবেন।
 

 


জেলা দুর্নীতি দমন কমিশন আরও জানায়, এর বাইরেও ঘুষ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারসহ দুর্নীতির বিভিন্ন অভিযোগ দায়েরের জন্য আগামী ২ মার্চের মধ্যে ০১৪০০-০৬৯১২০, ০১৭১২-৭০১২০৭, ০১৭৮৩-৫৫৬৫৫১, ০১৯০৯-৮৭৬০২৭ এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন।

 

 

তাছাড়া দুর্নীতি দমন কমিশন নারায়ণগঞ্জ কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে অভিযোগ গ্রহণের জন্য বিশেষ বুথের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন কমিশন।   এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন