তিন উৎসবকে কেন্দ্র করে জমজমাট ফুলের ব্যবসা
নুরুন নাহার নিরু
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪১ পিএম
কবি সুভাষ মুখোপাধ্যায় বলেছেন, ফুল ফুটুক আর না-ই-বা ফুটুক, আজ বসন্ত। সেই সঙ্গে একই দিনে দরজায় কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস এবং সরস্বতী পূজো। সবমিলিয়ে কদর বেড়েছে ফুলের রাণী গোলাপসহ অন্যদেরও। সবার দৃষ্টি এখন ১৪ ফেব্রুয়ারি (আজকের) দিকে। কেনো না, একইদিনে বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও সরস্বতী পূজা হওয়ায় ব্যবসায়ীরা বেশি ফুল বিক্রির প্রত্যাশা করছেন।
সরেজমিনের দেখা যায়, শহরের দর্শনীয় স্থানগুলোতে এছাড়া সড়কের পাশে ফুটপাতে ভাসমান দোকান নিয়ে বসেছে অনেক ফুল বিক্রেতারা। এসব ফুলের মধ্যে রয়েছে- গাঁদা, রজনীগন্ধা, জারবেরা, রথস্টিক, জিপসি ও চন্দ্রমল্লিকাসহ ইত্যাদি নানা ধরনের ফুলের পসরা সাজিয়ে বসেছেন তারা। এগুলোর মধ্যে বিক্রেতারা বেশি প্রধান্য দিচ্ছে গোলাপ এবং গাঁদা ফুলকে। তাদের ভাষ্যমতে আগামীকাল (আজকে) ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে তারা ফুল বিক্রি করছে।
ব্যবসায়ীরা বলেন, সবচেয়ে বেশি ফুল বিক্রি হয় ১৪ ও ২১ ফেব্রুয়ারিতে। এই দুইদিন ঘিরে আগে থেকেই নেওয়া হয় বাড়তি প্রস্তুতি। তবে ১৪ ফেব্রুয়ারি বেশি চাহিদা থাকে গোলাপের আর ২১ ফেব্রুয়ারি বেশি চাহিদা থাকে গাঁদা ফুলের। এ ছাড়া অন্য রঙিন ফুলের তোড়া, খোঁপাও বিক্রি হয় প্রচুর। এসব দিনে ফুলের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লেগেই থাকে।
ফুটপাতে ভাসমান দোকানের খুচরা বিক্রেতারা বলছেন, গত বছরের চেয়ে এ বছর ফুল বেশি করে নিয়ে আসছি। কেননা চাহিদাও রয়েছে বেশ। সবমিলিয়ে আগামী কাল (আজকে) ভালোবাসা দিবসের দিন অনেক ফুল বিক্রির প্রত্যাশা করছেন সবাই। সে অনুযায়ী প্রস্ততি নিয়ে অতিরিক্ত ফুলে এনে রেখেছেন অনেকে।
সাধারণ মানুষের ভাষ্য মতে, ১৩ ও ১৪ তারিখে অন্যান্য সময়ের চেয়ে তিনগুন বেশি দামে ফুল বিক্রি করেন ব্যবসায়ীরা।
এসব দিনে ফুলের দাম বেশি থাকে কারন ভালোবাসার সবচেয়ে সুন্দর ও দামি উপহার হচ্ছে ফুল। একজন ব্যাক্তি তার প্রিয় মানুষকে ফুল দিয়ে ভালোবাসার ও নতুন ঋতুর শুভেচ্ছা জানায়। ব্যবসায়ীরা ঠিক এই সুযোগটাই নিচ্ছে। এগুলো ঠিক না। এন. হুসেইন রনী /জেসি


