Logo
Logo
×

বিশেষ সংবাদ

আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র উদ্যোগে নগদ অর্থ ও কম্বল বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৬ পিএম

আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র উদ্যোগে নগদ অর্থ ও কম্বল বিতরণ
Swapno

 

আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর উদ্যোগে ও ওয়াকিফ মরহুম আব্দুল হামিদ মিয়া স্মরণে গরীব দু:স্থদের মাঝে কম্বল বিতরণ এবং মেধাবী শিক্ষার্থী ও মসজিদ- মাদ্রাসায় নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

 

 

গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নগরীর খানপুর আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট মাঠ, পোলস্টার ক্লাব সংলগ্ন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির পোকন এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরদার, যুগ্ম সম্পাদক হাজী আলমগীর কবির, সদস্য মো.আসলাম, সদস্য মো.রকমত উল্লাহ।

 

 

সাবেক সদস্য আলমগীর কবির বকুল, সাবেক সদস্য হানিফ কবির বাবুল,  মো.জাহিদ, মো.মারুফ, জাহাঙ্গীর আলম, অফিস ম্যানেজার জুয়েল। এসময় সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর কবির পোকন বলেন, দীর্ঘ অনেক বছর ধরে মরহুম আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট সমাজ সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

 

মরহুম আব্দুল হামিদ মিয়া সাহেব এই ওয়াক্ফ এস্টেট রেখে গেছেন, এর ভাড়া থেকে যে আয় হয় সেটি দিয়ে আমরা কমিটি লোকজন গরীব দুস্থদের সাহায্য সহযোগিতা করি। আপনারা মরহুম আব্দুল হামিদ মিয়া সাহেবের জন্য দোয়া করবেন। উনি একজন বড় মনের মানুষ ছিলেন।

 

 

এতো বড় একটা সম্পত্তি উনি মানুষের কল্যানের জন্য রেখে গেছেন। আপনারা আমাদের কমিটির সকলের জন্য দোয়া করবেন, যাতে আমরা ওনার রেখে যাওয়া আমানত শান্তিপূর্ন ভাবে এলাকাবাসীকে নিয়ে গরীবের মাঝে দিতে পারি।

 

 

এসময় অনুষ্ঠানে আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর উদ্যোগে ও ওয়াকিফ মরহুম আব্দুল হামিদ মিয়া স্মরণে ১২০০জন অসহায় দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

 

এছাড়াও দুইটি মসজিদ ও তিনটি এতিমখানায় ২০হাজার করে মোট ৫০হাজার টাকা অনুদান দেওয়া হয় এবং ২০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। এসময় অনুষ্ঠানে সহযোগীতা করেন, মো.ইয়াসিন কবির রাফি, শাহ-জাহান, সাজু, এহসান, রাইয়ান, সাফায়েত উল্লাহ খান সহ প্রমুখ।   এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন